নতুন মিশনে প্রথম পরীক্ষায় জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৭ আগস্ট ২০১৯
নতুন মিশনে প্রথম পরীক্ষায় জিদান

সম্পর্কটা নতুন নয়, বেশ পুরোনো। জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যেমন খেলেছেন, তারপর আবার দলটির কোচের দায়িত্বও পালন করেছেন। যদিও মাঝে একটা বিরতি এসছিল দু'পক্ষ থেকে।

তবে সে দুরত্ব আবার ঘুচেছে। রিয়ালের হয়ে জিদান আজ থেকে আবার শুরু করছেন নতুন মিশন। বাংলাদেশ সময় রাত ৯টায় সেল্টা ভিগোর বিপক্ষে নামবে তার দল। যে ম্যাচ দিয়ে নতুন একটা চ্যালেঞ্জ, নতুন একটা লড়াই শুরু করতে যাচ্ছেন জিনেদিন জিদান।

কোচ হিসেবে রিয়ালের সাথে জিদানের প্রথম দফার যাত্রাটা ছিল স্বপ্নের মতো। দলকে দিয়েছেন একের পর এক মুকুট। পরে অবশ্য তাল কাটে রিয়ালের। মৌসুমটা ২০১৮-১৯। স্পেন থেকে ইতালিতে চলে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগেই নিজের পদ থেকে সরে দাঁড়ান জিদান। এত বড় ধাক্কাটা বোধ হয় নিতে পারেনি লস ব্লাঙ্কোসরা। একের পর এক হার, কোচ বদল করেও সুদিনের সূর্যের দেখা পায়নি স্প্যানিশ ফুটবলের অন্যতম ফেভারিটরা। ফর্মে থাকা খেলোয়াড়রাও নিজেদের হারিয়ে খুঁজতে থাকেন। ছোট-বড় সব প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ে রিয়ালও। ঠিক এমন সময় ডাকা হয় জিদানকে। উড়ে আসেন সান্তিয়াগো বার্নাব্যুতে। যোগ দিয়েই নেমে পড়েন দলকে ঢেলে সাজানোর কাজে। তাতে লা লিগায় টেনেটুনে শেষ চারের মধ্যে জায়গা হয় রিয়ালের।

আজকের ম্যাচের রিয়ালের জন্য নানা দুঃসংবাদ থাকলেও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোর বিপক্ষে জয় দিয়েই শুরুর আশা জিদানের। তার ভাষায়, 'এবার শুরুর পালা। আমরা পেছনে তাকাতে চাই না, একবারে নতুন একটা মৌসুম নিয়ে ভাবছি। সব মিলিয়ে আমাদের প্রত্যাশা থাকবে এবার দারুণ কিছু করার।'


শেয়ার করুন :


আরও পড়ুন

জমে উঠেছে নেইমারের বিদায় কাহিনী

জমে উঠেছে নেইমারের বিদায় কাহিনী

হার দিয়ে লা লিগা শুরু করলো বার্সেলোনা

হার দিয়ে লা লিগা শুরু করলো বার্সেলোনা

বিয়ের সংবর্ধনায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন সাব্বির

বিয়ের সংবর্ধনায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন সাব্বির

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ইর্মাজিং দলের অধিনায়ক শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ইর্মাজিং দলের অধিনায়ক শান্ত