আমাজনের আগুনের পুরোনো ছবি পোস্ট রোনালদোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০১৯
আমাজনের আগুনের পুরোনো ছবি পোস্ট রোনালদোর

আমাজনের আগুন ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকেই মানুষ আওয়াজ তুলেছে এ বন বাঁচানোর আকুতি জানিয়ে। কথা বলেছেন বড় বড় রাজনীতিবিদরাও। বাদ যাননি খেলোয়াড়রাও।

তারই ধারাবাহিকতায় এই আগুন নিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট দেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও। একটি ছবি পোস্ট সিআর সেভেন ক্যাপশনে লেখেন, ‘আমাজন বনাঞ্চল বিশ্বের জন্য ২০ শতাংশের বেশি অক্সিজেন যোগান দেয়। গেল তিন সপ্তাহ ধরে পুরছে এটি। এটা আমাদের দায়িত্ব আমাদের গ্রহকে রক্ষা করা।’ এসময় হ্যাশট্যাগ প্রে ফর আমাজোনিয়াও ব্যবহার করেন তিনি।

সে পর্যন্ত সবই ঠিক ছিল। ঝামেলাটা বাধল ইংলিশ গণমাধ্যম ‘এক্সপ্রেস’ যখন জানাল রোনালদো যে ছবিটি ব্যবহার করেছেন সেটি পুরোনো। এক্সপ্রেস বলছে, রোনালদোর পোস্ট করা ছবিটি ‘ভুল’। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের পোস্ট করা ছবিটি আসলে ২০১৩ সালের। এই কারণে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে রোনালদোর এই পোস্ট নিয়ে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া।

ছয় বছর আগের তোলা ওই ছবিটি ব্রাজিলেরে রিও গ্র্যান্ডে অঞ্চলের তাইম ইকোলোজিক্যাল সেন্টারের পক্ষ থেকে তোলা হয়েছিল।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ছাড়াও আমাজনের ভুল ছবি অনেক তারকাই প্রকাশ করেছেন। তাদের মধ্যে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও, পপ শিল্পী ম্যাডোনা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রাজিলের মডেল ও পরিবেশবাদী হিসেবে পরিচিত গিজেল বুন্ডচেনও রয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডসে মেয়েদের গর্জন

নেদারল্যান্ডসে মেয়েদের গর্জন

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রদ্রিগেজ অনিশ্চিত

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রদ্রিগেজ অনিশ্চিত

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

চিন্তা বাড়লো পিএসজির

চিন্তা বাড়লো পিএসজির