জার্মানির মাঠে ‌‘প্রতিশোধ’ নিল নেদারল্যান্ডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯
জার্মানির মাঠে ‌‘প্রতিশোধ’ নিল নেদারল্যান্ডস

ইউরো বাছাই পর্বে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জার্মানির মাঠ থেকে দারুণ এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। হামবুর্গে শুক্রবার (৬ মেপ্টেম্বর) রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে নেদারল্যান্ডস।

বাছাই পর্বে প্রথম লেগে নিজেদের মাঠে জার্মানিদের কাছে ৩-২ গোলে হেরে ছিল নেদারল্যান্ডস। এবার জার্মানির মাঠে সেই হারের প্রতিশোধ নিল ডাচরা।

খেলার ৯ম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। এরপর বেশ কয়েকবার সুযোগ পেলেও গোল শোধ করতে পারেনি নেদারল্যান্ডস। তবে ম্যাচের ৫৯তম মিনিটে সমতায় ফেরেন ডাচরা।

ডান দিকে রায়ান বাবেলের ক্রস জার্মান ডিফেন্ডার টাহ ডি-বক্সের ভেতর থেকে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফ্রাঙ্কি ডি ইয়ং সহজেই লক্ষ্যভেদ করেন। ছয় মিনিট পর আরেক গোল হজম করে পিছিয়ে পড়ে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানি।

ম্যাচের ৭৩তম মিনিটে টনি ক্রুসের স্পট কিকে সমতায় ফেরে জার্মানি। ডি-বক্সের মধ্যে মাটাইস ডি লিখটের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল পেয়ে সময়তা ফেরে জার্মানি।

তবে স্বাগতিকদের সেই সমতা বেশি সময় টেকেনি। ৭৯তম মিনিটে সতীর্থের বাড়ানো বল জর্জিনিয়ো ভিনালডামের ছোট পাস থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ডোনিয়েল মালেন। শেষ দিকে স্কোরলাইন ৪-২ করেন ভিনালডাম।

বাছাইপর্বের চার ম্যাচে প্রথম হারের স্বাদ পায় জার্মানি, ফলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নর্দার্ন আয়ারল্যান্ড। দ্বিতীয় জয় পাওয়া নেদারল্যান্ডস ৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।


শেয়ার করুন :


আরও পড়ুন

পর্তুগাল স্কোয়াডে পেপের পরিবর্তে ফেরো

পর্তুগাল স্কোয়াডে পেপের পরিবর্তে ফেরো

২০২২ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন

২০২২ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন

ফিফার বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদো-ডিক

ফিফার বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদো-ডিক

বার্সা ফেরার অপেক্ষায় থাকা নেইমার পিএসজির অনুশীলনে

বার্সা ফেরার অপেক্ষায় থাকা নেইমার পিএসজির অনুশীলনে