মাঠে ফিরেই ব্রাজিলকে লজ্জা থেকে বাঁচালেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯
মাঠে ফিরেই ব্রাজিলকে লজ্জা থেকে বাঁচালেন নেইমার

তিন মাস পর মাঠে ফিরলেন নেইমার। মাঠে ফিরেই গোল করে ব্রাজিলকে হারের লজ্জা থেকে বাঁচালেন তিনি। নেইমারের শেষ সময়ের গোলেই কলম্বিয়ার বিপক্ষে হার এড়িয়ে ড্র করেছে ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে মায়ামিতে কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের শুরুর দিকে কাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে অল্প সময়ের ব্যবধানে কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস মুরিয়েল ব্রাজিলের জালে দুইবার বল জড়ান। ফলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে খেলার প্রায় শেষ দিকে নেইমারের করা গোলে শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়া ব্রাজিল।

গত জুনে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ে নেইমার। চলতি মৌসুমে ক্লাব ফুটবলে ফিরলেও এখন পর্যন্ত তাকে মাঠে নামাননি পিএসজি। এছাড়া দলবদলের আলোচনায় তার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অবশেষে তিন মাস পর জাতীয় দলে ফিরে আলো ছড়ালেন ২৭ বছর বয়সী তারকা ফুটবলার নেইমার। খেলায় গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখেছেন তিনি। ম্যাচের ১৯তম মিনিটে তার বাঁকানো কর্নারে ডি-বক্স থেকে হেড করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।


শেয়ার করুন :


আরও পড়ুন

জার্মানির মাঠে ‌‘প্রতিশোধ’ নিল নেদারল্যান্ডস

জার্মানির মাঠে ‌‘প্রতিশোধ’ নিল নেদারল্যান্ডস

পর্তুগাল স্কোয়াডে পেপের পরিবর্তে ফেরো

পর্তুগাল স্কোয়াডে পেপের পরিবর্তে ফেরো

২০২২ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন

২০২২ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন

ফিফার বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদো-ডিক

ফিফার বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদো-ডিক