মালদ্বীপ টিসি ক্লাবের জালে চট্টগ্রাম আবাহনীর ৪ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ২০ অক্টোবর ২০১৯
মালদ্বীপ টিসি ক্লাবের জালে চট্টগ্রাম আবাহনীর ৪ গোল

ছবি : বাফুফে

জয় দিয়ে তৃতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করলো চট্টগ্রাম আবাহনী। বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।

শনিবার (১৯ অক্টোবর) শুরু হওয়া চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে দলের হয়ে দুই গোল করেন ম্যাথু চিনেদু।

কানায় কানায় পরিপূর্ণ ম্যাচের ৮ মিনিটে ম্যাথু চিনেদুর গোলে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি (১-০)। এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। মাত্র তিন মিনিট পর ইয়াসিন আরাফাত গোলে করে দলকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন।

খেলার ৪০তম মিনিটে চিনেদু এবং ৭০ মিনিটে লুকা রতকোভিচ চট্টগামের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন। টিসি স্পোর্টস ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ইসমাইল ইসা।

পুরো ম্যাচেই একক প্রাধান্য বিস্তার করে খেলে চট্টগ্রাম আবাহনী। পক্ষান্তরে বর্তমান চ্যাম্পিয়ন টিসি ক্লাব ছিল একেবারেই নিষ্প্রভ।

চট্টগ্রাম আবাহনী পরের ম্যাচ খেলবে ২২ অক্টোবর লাওসের ইয়ং এ্যলিফ্যান্ড ক্লাবের বিপক্ষে এবং টিসির পরবর্তী ম্যাচে ২৪ অক্টোবর ইয়ং এ্যলিফ্যান্টের বিপক্ষে খেলবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

অপরাজিত পঞ্চম জয়ে শীর্ষে জুভেন্টাস

অপরাজিত পঞ্চম জয়ে শীর্ষে জুভেন্টাস

ভারতে মন জয়, এবার ওমান যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

ভারতে মন জয়, এবার ওমান যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

স্বাগতিক এইবারের জালে বার্সেলোনার ৩ গোল

স্বাগতিক এইবারের জালে বার্সেলোনার ৩ গোল

লিভারপুল ও ম্যান সিটিকে জরিমানা

লিভারপুল ও ম্যান সিটিকে জরিমানা