ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ২২ ডিসেম্বর ২০১৯
ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন লিভারপুল

অতিরিক্ত সময়ে রবের্তো ফিরমিনোর একমাত্র গোলে ফ্লামেঙ্গোকে হারিয়ে ২০১৯ ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো লিভারপুল। দোহায় শনিবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ১-০ গোলে জয়লাভ করে ইয়ুর্গেন ক্লপের দল।

২০০৫ সালের ফাইনালে ব্রাজিলের দল সাও পাওলোর বিপক্ষে হেরেছিল লিভারপুল। এবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল তারা। পাশে বসলো ম্যানচেস্টার ইউনাইটেডের।

খেলার শুরুতে প্রতিপক্ষকে চেপে ধরে লিভারপুল। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ফ্লামেঙ্গো। সুযোগ আসে দুই দলের সামনেই, তবে কেউই কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফিরমিনোর শট ফিরে পোস্টে লেগে। ৫৪তম মিনিটে আলিসনের নৈপুণ্যে বেঁচে যায় লিভারপুল। ৭৭তম মিনিটে মোহামেদ সালাহ জালে বল পাঠালে অফ সাইডের জন্য গোল হয়নি।

তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্যবধান গড়ে দেন ফিরমিনো। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান এ ফরোয়ার্ড।

এছাড়া ৯৯তম মিনিটে এগিয়ে যাওয়া লিভারপুল ব্যবধান বাড়াতে পারত দুই মিনিট পরেই। তবে সালাহর শট দারুণ দক্ষতায় ব্যর্থ করে দেন ফ্লামেঙ্গো কিপার দিয়েগো আলভেস।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়ে যান গাব্রিয়েল বারবোসা। আলগা বল কাজে লাগাতে পারেননি ইন্টার মিলান থেকে ধারে খেলতে আসা এ ফরোয়ার্ড। ডি-বক্সের ভেতর থেকেও শট রাখতে পারেননি লক্ষ্যে। ফলে ১-০ ব্যবধানেই শেষে হয় ম্যাচটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

সালাহর জোড়া গোল, ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল

সালাহর জোড়া গোল, ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল

তিন মাস খেলতে পারবে না টিয়েরনে

তিন মাস খেলতে পারবে না টিয়েরনে