খেলার মাঠে প্রাণ হারালেন ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৯ মার্চ ২০২০
খেলার মাঠে প্রাণ হারালেন ফুটবলার

কখন কার মৃত্যুর ডাক আসবে সেটা বলা কঠিন। খেলার মাঠে মৃত্যু নতুন কিছু নয়, প্রায়শই শোনা যায় খেলার মাঠে মৃত্যুর খবর।  এবার ফুটবল মাঠে প্রাণ হারালেন নাইজেরিয়ার শীর্ষ লিগের ক্লাব নাসারাওয়া ইউনাইটেডের ফুটবলার চিয়েমে মার্টিনস।

রোববার (৮ মার্চ) নাইজেরিয়া পেশাদার লিগের খেলায় মুখোমুখি হয়েছিল মার্টিনসের নাসারাওয়া ইউনাইটেড আর কাতসিনা ইউনাইটেড। ম্যাচ চলাকালীন সময়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগে মার্টিনসের। আঘাতটা গুরুতর ছিল। আঘাত পেয়ে তখনই মাঠে লুটিয়ে পড়েন মার্টিনস। তবে, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারেনি মাঠকর্মীরা।

মাঠের বাইরে থাকা অ্যাম্বুলেন্স চালু হচ্ছিল না। পরে এক সংবাদমাধ্যমের গাড়িতে করে মার্টিনসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ম্যাচে মার্টিনসের দল কাতসিনাকে নাসারাওয়া হারিয়েছে ৩-০ গোলে। কিন্তু এমন খবরের কাছে যে জয়ের আনন্দ ফিকে হয়ে যায়! সতীর্থরা মার্টিনসের খবর শুনে মাঠে কান্নায় ভেঙে পড়েন।

তবে ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে মাঠের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফো। ২০০৭ সালে লা লিগায় গেটাফের বিপক্ষে খেলতে নেমে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পুয়ের্তা। পরে ড্রেসিংরুমে মৃত্যুবরণ করেন তিনি। স্কটিশ ক্লাব মাদারওয়েলের হয়ে খেলতে গিয়ে একই ভাবে মারা গিয়েছিলেন ফিল ও’ডোনেল।

 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

বেতিসের কাছে হোঁচট খেলো রিয়াল

বেতিসের কাছে হোঁচট খেলো রিয়াল

দর্শকহীন মাঠে ইন্টার মিলানকে হারালো জুভেন্টাস

দর্শকহীন মাঠে ইন্টার মিলানকে হারালো জুভেন্টাস

শেষ মুহূর্তের পেনাল্টি গোলে বার্সেলোনার জয়

শেষ মুহূর্তের পেনাল্টি গোলে বার্সেলোনার জয়