নিজ উদ্যোগে বাবা-মার কাছে ফিরলেন জামাল ভূঁইয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ এএম, ২৬ মার্চ ২০২০
নিজ উদ্যোগে বাবা-মার কাছে ফিরলেন জামাল ভূঁইয়া

ফাইল ছবি

দেশে প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ থাকায় নিজ উদ্যোগে টিকিট কেটে ডেনমার্কে ফিরেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে বাবা-মার সাথে তার সদ্যবিবাহিত স্ত্রীও রয়েছেন।

করোনাভাইরাসের কারণে ডেনমার্কে থাকা বাবা-মাকে নিয়ে চিশ্চিত ছিলেন জামার ভূঁইয়া। এছাড়া দেশেও প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ থাকায় ছবি এঁকে সময় কাটাচ্ছিলেন তিনি।

জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য লিগ বন্ধ হওয়ায় নিজ উদ্যোগেই টিকিট কেটে ঢাকা ছেড়েছেন জামাল ভূঁইয়া। থাই এয়ারওয়েজের ফ্লাইটে মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা ছেড়েছেন তিনি।

জামালের ঢাকা ছাড়া প্রসঙ্গে তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন, জামাল ভূঁইয়া নিজ উদ্যোগে ডেনমার্কের টিকেট কেটেছে। থাইল্যান্ডে ট্রানজিট নিয়ে ডেনমার্কে পৌঁছেছে।

জানা গেছে, সুযোগ পেলে পরিবারের সদস্যদের নিয়ে জার্মানিও যেতে পারেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

ষাটের দশকের শেষ দিকে বাংলাদেশ থেকে ডেনমার্কের কোপেনহেগেনে গিয়ে বসত গড়েন জামাল ভূঁইয়ার বাবা-মা। সেখানেই তার জন্ম। ছেলেকে চিকিৎসক কিংবা আইনজীবী বানাতে চাইলেও ছেলে হন ফুটবলার। বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভূঁইয়া ডেনমার্কের শীর্ষস্থানীয় লিগেও খেলেছেন। এছাড়া সেখানে একটি হাইস্কুলে ইতিহাস ও ইংরেজি বিষয়েও পড়ান।


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা

অলিম্পিক নতুন করে আয়োজনে কাজ শুরু করেছে জাপান

অলিম্পিক নতুন করে আয়োজনে কাজ শুরু করেছে জাপান

করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ

করোনায় কেড়ে নিল সোমালিয়ার ফুটবল তারকার প্রাণ