লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা দিতে বললেন উয়েফা প্রধান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৮ এপ্রিল ২০২০
লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা দিতে বললেন উয়েফা প্রধান

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে বিশ্বের বেশিভাগ জনপ্রিয় ফুটবল লিগগুলো। বাদ পড়েনি ইংলিশ প্রিমিয়ার লিগও। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে নিশ্চিত শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে লিভারপুল। ২৯ খেলায় ৮২ পয়েন্ট নিয়ে এককভাবে লিগ টেবিলের শীর্ষে তারা।

লিভারপুলের ম্যাচ বাকী ৯টি। ঐ ৯ ম্যাচের মধ্যে দু’টি জয় বা ৬ পয়েন্ট পেলেই ৩০ বছর পর আবারো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নের স্বাদ পাবে লিভারপুল। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেষ্টার সিটির পয়েন্ট ২৮ ম্যাচে ৫৭। অর্থাৎ লিভারপুল যে, ৩০ বছর শিরোপা জিততে যাচ্ছে এটি অনুমেয়। তাই লিভারপুলকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শিরোপা দিতে বললেন উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দার সেফরিন।

সোমবার (৬ এপ্রিল) সেফরিন বলেন, করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ বাতিল হলেও লিভারপুলের শিরোপা জয়ের কোন বিকল্প নেই।

৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে শক্তপোক্তভাবেই টিকে রয়েছে কোচ জার্গান ক্লপের লিভারপুল। কারণ দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সাথে তাদের পয়েন্টের পরিস্কার ব্যবধান ২৫।

স্লোভেনিয়ার স্পোর্টস ডেইলি একিপাকে সেফরিন বলেন, ‘শিরোপা ছাড়া লিভারপুলের মৌসুম শেষ করার উপায় নেই। যদি লিগের বাকী ম্যাচগুলো খেলা হয় তবে তারা অবশ্যই ম্যাচ জিতবে। বর্তমান পরিস্থিতিতে তারা এখনও শিরোপা নিশ্চিত করতে পারেনি কিন্তু তারা শিরোপা খুব কাছেই রয়েছে। ম্যাচগুলো খেলতে না হলে আমাদের অন্য একটি উপায় খুঁজে বের করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আবার বলছি, লিভারপুলের হাত ছাড়া হওয়ার কোন সম্ভাবনাই আমি দেখছি না। আমি বুঝতে পারছি, সমর্থকরা কিছুটা হতাশ হতে পারে যদি ম্যাচগুলো রুদ্ধদার স্টেডিয়ামে হয়। এমনকি অন্যভাবে সমস্যার সমাধানও হয়। তবে আমি বিশ্বাস করি যে, তারা শিরোপা জিতবে।’

ইউরোপিয়ান লিগের বড় লিগ এখন বন্ধ রয়েছে। এরমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও রয়েছে। সেফরিনকে প্রশ্ন করা হয়েছিল, এই গ্রীষ্মে ম্যাচগুলো মাঠে গড়ানোর কোন সম্ভাবনা রয়েছে কি-না? তিনি বলেন, ‘আমি আশাবাদি।’

সেফরিন জানান, ‘আমি আশাবাদি। অবশ্য, আমি গ্যারান্টি বা প্রতিশ্রুতি দিতে পারছি না। বিভিন্ন দেশের পরিস্থিতির উপর নির্ভর করছে। পরিস্থিতি নিরাপদ থাকবে কি-না, তার উপরও নির্ভর করছে। যাতে ফুটবল খেলতে গিয়ে কেউ বিপদে না পড়ে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

কারফিউ ভেঙে বারে প্রিজোভিচ, তিন মাসের সাজা

কারফিউ ভেঙে বারে প্রিজোভিচ, তিন মাসের সাজা

বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’

বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’

‘নেইমার প্রতারক, নাটক করে’

‘নেইমার প্রতারক, নাটক করে’

করোনাকে পাত্তা না দিয়ে অনুশীলনে বায়ার্ন মিউনিখ

করোনাকে পাত্তা না দিয়ে অনুশীলনে বায়ার্ন মিউনিখ