ফুটবল মৌসুম স্থগিত করলো তাজিকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৬ এপ্রিল ২০২০
ফুটবল মৌসুম স্থগিত করলো তাজিকিস্তান

চীনের সঙ্গে সীমান্ত ঘেঁষেই অবস্থান তাজিকিস্তানের। কিন্তু এখনও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি দেশটিতে। তাই মাঠের খেলা চালাচ্ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া তাজিকরা। কিন্তু সংক্রমণের পূর্বসতর্কতার অংশ হিসেবে ফুটবল মৌসুম স্থগিতের ঘোষণা দিয়েছে তারা। আগামী ১০ মে পর্যন্ত খেলাধুলা বন্ধ রেখেছে তাজিকিস্তান।

তাজিক ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোববারের ম্যাচগুলো শেষ হওয়ার পরই সোমবার থেকে চালু হচ্ছে এই স্থগিতাদেশ। তবে মাঠে কোনো দর্শক থাকবে না।

সংক্রমণ দেখা না গেলেও কেন বন্ধ হলো খেলা? এমন প্রশ্নে ফেডারেশন জানিয়েছে, হঠাৎ করে দেশে নিউমোনিয়া ও সন্দেহজনক সোয়াইন ফ্লু বেড়ে যাওয়াতেই উদ্বেগ বেড়েছে। এ কারণে দু’সপ্তাহ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। মজুদ ঠিক রাখতে খাদ্যশস্য রপ্তানিও বন্ধের ঘোষণা দিয়েছে।

এর আগে করোনার কারণে স্থগিত করা হয়েছে লা লিগা, চ্যাম্পিয়ন লিগ ও ইপিএলের মতো ফুটবল লিগগুলো। এছাড়াও স্থগিত হয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল লিগগুলোও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-রোনালদো নিয়ে পেলের পল্টিবাজি

মেসি-রোনালদো নিয়ে পেলের পল্টিবাজি

মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

করোনায় কোমায় চলে গেলেন ফরাসি লিগের ফুটবলার

করোনায় কোমায় চলে গেলেন ফরাসি লিগের ফুটবলার

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান