চূড়ান্ত হলো জার্মান লিগ শুরুর দিনক্ষণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৭ মে ২০২০
চূড়ান্ত হলো জার্মান লিগ শুরুর দিনক্ষণ

ফাইল ছবি

জার্মানির ফুটবল লিগ দিয়ে করোনার পরবর্তী সময়ে প্রথম ইভেন্ট হিসেবে অবশেষে মাঠে ফিরছে খেলাধুলা। আগামী ১৫ মে থেকে খেলা শুরু করার জন্য দেশটির শীর্ষ লিগ বুন্দেসলিগা ও দ্বিতীয় লিগ বুন্দেসলিগা ২ এর ৩৬ ক্লাবকে নির্দেশনা দিয়েছে দ্য জার্মান ফুটবল লিগ (ডিএফএল)।

বুধবার (৬ মে) দেশটির ১৬টি অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রীদের সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের বৈঠকে লিগ মাঠে ফেরানোর ব্যাপারে সবুজ সংকেত দেয়ার পরই ক্লাবগুলোকে খেলা শুরুর নির্দেশনা দেয়া হলো।

ডিএফএলের প্রশাসনিক পরিচালক ক্রিশ্চিয়ান সেইফার্ট বলেন, বুন্দেসলিগার প্রথম ও দ্বিতীয় বিভাগের জন্য আজকের সিদ্ধান্তটা সুখবর। প্রত্যেক ক্লাবকে মেডিকেল ও সংস্থাগত সব নিয়মকানুনের মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে।

দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করা হচ্ছে। যদিও সেটা আদর্শ কোনো সমাধান নয় বলে মানছেন সেইফার্ট। কিন্তু মৌসুম শেষ করার জন্য এটাই একমাত্র উপায় বলেও জানিয়েছেন তিনি। কিছু ক্লাবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেটা অপরিহার্য ছিলো।

লিগ পুনরায় শুরু করার জন্য পরবর্তী পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে আজ বৈঠকে বসবে ক্লাব ও ডিএফবি কর্মকর্তারা। অবশ্যই এরইমধ্যে সীমিত আকারে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো।

লিগ শুরুর আগে দেশটির শীর্ষ লিগ বুন্দেসলিগা ও দ্বিতীয় লিগ বুন্দেসলিগা ২ এর সবগুলো ক্লাবের খেলোয়াড়, কোচ ও ক্লাবের সাথে ‍যুক্ত সবাইকে করোনার টেস্ট করা হয়। যেখানে ১০ জনের দেহে করোনাবাইরাস মিলেছে। আপাতত তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন মানতে নারাজ কোর্তোয়া

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন মানতে নারাজ কোর্তোয়া

১৪ বছর পর জিদানকে ক্ষমা করলেন সতীর্থ সাগ্নল

১৪ বছর পর জিদানকে ক্ষমা করলেন সতীর্থ সাগ্নল

অনুশীলনে ফিরছেন লা লিগার খেলোয়াড়রা

অনুশীলনে ফিরছেন লা লিগার খেলোয়াড়রা

জিদানকে অশ্লীল কথা বলেছিলাম : মাতেরাজ্জির স্বীকারোক্তি

জিদানকে অশ্লীল কথা বলেছিলাম : মাতেরাজ্জির স্বীকারোক্তি