লন্ডনে ফিরলেন টটেনহ্যাম তারকা সন হিউং-মিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৭ মে ২০২০
লন্ডনে ফিরলেন টটেনহ্যাম তারকা সন হিউং-মিন

ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগ ফেরাতে তড়িঘড়ি শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। ভাবা হচ্ছে জুনের শুরুতেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। আর তাই তো দক্ষিণ কোরিয়ান সেনাবাহিনীতে বাধ্যতামূলক জাতীয় সার্ভিস সমাপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন টটেনহ্যামের ফরোয়ার্ড সন হিউং-মিন।

যদিও আগামী দুই সপ্তাহ তাকে সেলফ আইসোলেশনে থাকতে হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ান মিলিটারি ক্রপসে তিন সপ্তাহের একটি বাধ্যতামূলক ট্রেনিংয়ে ছিলেন ২৭ বছর বয়সী সন।

আইসোলেশনে থাকাকালীন সোমবার (১৮ মে) থেকে ব্যক্তিগত অনুশীলনে অংশ নিতে পারবেন এই দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে আপাতত ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।

এই সময় সামাজিক দূরত্বের বিষয়টি কঠোরভাবে পালনের নির্দেশনরাও রয়েছে। ৭৫ মিনিটের বেশী কেউই ট্রেনিং মাঠে থাকতে পারবেন না। প্রতিটি সেশনের পরপরই কর্ণার ফ্ল্যাগ, বল, কোন গোলপোস্টসহ খেলার মাঠও জীবানুমুক্ত করতে হবে।

কনুইয়ের হাড় ভেঙ্গে যাওয়ায় পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে গিয়েছিলেন সন। তবে করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি পুনরায় মাঠে ফিরে আসার সুযোগ পেয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বেলজিয়াম প্রো লিগে ক্লাব ব্রুগকে চ্যাম্পিয়ন ঘোষণা

বেলজিয়াম প্রো লিগে ক্লাব ব্রুগকে চ্যাম্পিয়ন ঘোষণা

বাতিল হলো বিপিএল ফুটবল ও স্বাধীনতা কাপ

বাতিল হলো বিপিএল ফুটবল ও স্বাধীনতা কাপ

মাঠে ফিরছে রাশিয়ান ফুটবল লিগ

মাঠে ফিরছে রাশিয়ান ফুটবল লিগ

জুভেন্টাসের শেষ খেলোয়াড় হিসেবে ফিরলেন হিগুয়েইন

জুভেন্টাসের শেষ খেলোয়াড় হিসেবে ফিরলেন হিগুয়েইন