ইঘালোর সাথে চুক্তি নবায়ন করলো ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ০৩ জুন ২০২০
ইঘালোর সাথে চুক্তি নবায়ন করলো ম্যানইউ

ফাইল ছবি

ওডিওন ইঘালোর সাথে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ধারে চুক্তি বৃদ্ধি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর অর্থ হচ্ছে নাইজেরিয়ান এই স্ট্রাইকার ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত ইংল্যান্ডেই থাকছেন। ইউনাইটেডের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই শিনহুয়া থেকে ধারে আসা ইঘালোর চুক্তি মে মাসেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাওয়ার আগে আট ম্যাচে চার গোল করে ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার নিজেকে দারুণভাবে প্রমাণ করেছিলেন। যার পুরস্কার তিনি পেলেন।

চলতি মাসের শেষে পুনরায় লিগ শুরু হওয়ার পর ওলে গানার সুলশারের অধীনে ইঘালো আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। করোনা পরবর্তী লিগ আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে।

এফএ কাপে টিকে থাকলে সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে ইউনাইটেডকে হয়তো ১২টি ম্যাচ খেলতে হতে পারে। এছাড়া আগস্টে ইউরোপা লিগ খেলতেও মাঠে নামবে সুলশারের দল। ইউনাইটেড বস বলেছেন, যেভাবে ইঘালো শুরু করেছিল সেভাবেই হয়তো সে শেষ পর্যন্ত আমাদের সাথে টিকে থাকতে পারবে বলে আশা করছি।

sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনে ফিরে লা লিগার ২৮ ফুটবলার ইনজুরিতে

অনুশীলনে ফিরে লা লিগার ২৮ ফুটবলার ইনজুরিতে

গ্রীষ্মকালীন দলবদলে হাভার্টজকে দলে ভেড়াতে চায় রিয়াল

গ্রীষ্মকালীন দলবদলে হাভার্টজকে দলে ভেড়াতে চায় রিয়াল

লিভারপুলের অনুশীলনে ফেরা ক্লপের জন্য ‘অনুপ্রেরণা’

লিভারপুলের অনুশীলনে ফেরা ক্লপের জন্য ‘অনুপ্রেরণা’

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি