রোড সাইক্লিংয়ে সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
রোড সাইক্লিংয়ে সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

মুজিববর্ষ বিজয় দিবস উন্মুক্ত রোড সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এ উন্মুক্ত রোড সাইক্লিং প্রতিযোগিতায় ১টি করে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। আর ১টি করে স্বর্ণ ও ব্রোঞ্জ পেয়ে রানারআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়া প্রতিযোগিতার নারী বিভাগে বাংলাদেশ আনসার-ভিডিপির খেলোয়াড়রা নির্দিষ্ট ল্যাপ ৪১ মিনিট ১৭ দশমিক চার আট সেকেন্ডে শেষ করে স্বর্ণ জিতে নিয়েছে। আর পুরুষ বিভাগে স্বর্ণ পদক জিততে বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিস্টরা সময় নেন ১ ঘণ্টা ৯ মিনিট ৪৭ সেকেন্ড।

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম।

এ সময় অন্যান্যদের মাঝে ফেডারেশনের সহ-সভাপতি আবদুল গাফফার, সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন এবং আনসারের কর্মকর্তা রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ২২টি দলের প্রায় ১০০ জন সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কমনওয়েলথ গেমসের ব্যাটন ঢাকায়, আসছেন প্রতিনিধি দল

কমনওয়েলথ গেমসের ব্যাটন ঢাকায়, আসছেন প্রতিনিধি দল

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

এবার ব্যাংক পরিচালনায় সাকিব

এবার ব্যাংক পরিচালনায় সাকিব