ইউএস ওপেনের শেষ ষোলোতেই নাদালের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
ইউএস ওপেনের শেষ ষোলোতেই নাদালের বিদায়

চোট নিয়েও দুর্দান্ত ফর্মে ছিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন। কিন্তু ইউএস ওপেনের শেষ ষোলোতেই আটকে গেলেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ২২তম বাছাই ফ্রান্সেস তিয়াফোর কাছে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেন চারবারের ইউএস ওপেন জয়ী নাদাল। 

উইম্বলডনে চোটে পড়ে সেমিফাইলান উঠেও ম্যাচ না খেলেই বিদায় নিতে হয় নাদালকে। সেই একই চোটের সঙ্গে যুদ্ধ করেই এগিয়ে যাচ্ছিলেন ইউএস ওপেনে। কিন্ত প্রথম তিন রাউন্ড পার করলেও থামতে হলো শেষ রাউন্ডে

টেনিসে আবার কবে ফিরবেন সেটা নিয়ে ধোয়াশা রেখে দিয়েছেন নাদাল। তার কাছে এই মুহূর্তে টেনিসের চেয়ে ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়ার বেশি গুরুত্বপূর্ণ বলে জানান। 

বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা রাঙাতে পারলেন না সেরেনা

নাদাল বলেন, “টেনিসের চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। এটার ওপর নির্ভর করেই আমি সিদ্ধান্ত নেব। আবার কবে (কোর্টে) ফিরব জানি না।”

টেনিস ক্যারিয়ারে এর আগে নাদালকে কখনো কোনো সেটও হারাতে পারেননি ফ্রান্সেস তিয়াফো। সেই তিনিই কাল নাদালকে বিদায় করে দিলেন ইউএসওপেন থেকে। জয় নিশ্চিত হওয়ার পর কোর্টেই খুশিতে কান্না শুরু করেন তিনি। তার কাছে নাদালকে হারানো স্রেফ অবিশ্বাস্য ঘটনা।

তিয়াফো বলেন, “এমন মুহূর্তে কী বলা উচিত, জানি না। সুখ ছাপিয়ে যাওয়া অনুভূতি। কেঁদেই ফেলেছিলাম। বিশ্বাসই হচ্ছে না। সে অবশ্যই সর্বকালের অন্যতম সেরাদের একজন। হ্যাঁ, আজ (কাল) অবিশ্বাস্য টেনিস খেলেছি, তবে কী ঘটেছে, তা বলতে পারব না।” 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউএস ওপেনেও পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ

ইউএস ওপেনেও পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ

ফেদেরারের সাথে খেলতে মুখিয়ে আছেন নাদাল

ফেদেরারের সাথে খেলতে মুখিয়ে আছেন নাদাল

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাদ শিরোপাধারী রাডুকানু 

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাদ শিরোপাধারী রাডুকানু 

পুরো বছর মাঠে না নেমেও সবচেয়ে বেশি আয় ফেদেরারের

পুরো বছর মাঠে না নেমেও সবচেয়ে বেশি আয় ফেদেরারের