চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ পিএম, ২২ মে ২০২০
চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার

অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি অ্যাশলে কুপার মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২২ মে) ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ষাটের দশকে কোর্ট কাঁপানো এ টেনিস তারকা ক্যারিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।

১৯৫৭ ও ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ১৯৫৮ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জয় করেন কুপার।
এক বর্ষপঞ্জিতে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয় করা ১১ জনের মধ্যে একজন ছিলেন কুপার। তবে তিনবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেননি তিনি।

এক বিবৃতিতে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেইগ টিলে বলেন, ‘কুপারের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাকে খুব মিস করব। টেনিস খেলাটার প্রতি অনেক বেশি মায়া-ভালোবাসা ছিল কুপারের।’

খেলোয়াড়ি জীবন শেষে রাজ্যের টেনিস পরিচালনা পর্ষদে যোগ দিয়েছিলেন কুপার। এক দশক জাতীয় পর্যায়ে কাজ করেছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউএস ওপেন আয়োজনে বিকল্প ভাবনা

ইউএস ওপেন আয়োজনে বিকল্প ভাবনা

ফেডকাপ হার্ট অ্যাওয়ার্ডের পুরো অর্থ ত্রাণ তহবিলে দিলেন সানিয়া মির্জা

ফেডকাপ হার্ট অ্যাওয়ার্ডের পুরো অর্থ ত্রাণ তহবিলে দিলেন সানিয়া মির্জা

মাঠে গড়ানোর প্রচেষ্টায় ফ্রেঞ্চ ওপেন

মাঠে গড়ানোর প্রচেষ্টায় ফ্রেঞ্চ ওপেন

এ বছর আর আশা দেখছেন না নাদাল

এ বছর আর আশা দেখছেন না নাদাল