আইপিএলে দেশের সুনাম উজ্জ্বলে দোয়া চাইলেন জাহানারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ এএম, ২১ অক্টোবর ২০২০
আইপিএলে দেশের সুনাম উজ্জ্বলে দোয়া চাইলেন জাহানারা

ভারতে মেয়েদের প্রমীলা আইপিএল হিসেবে পরিচিতি ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবার অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার, জাহানারা আলম এবং সালমা খাতুন। জাহানারা ভেলোসিটির হয়ে এবং সালমা খাতুন ট্রেইলব্লেজার্সে হয়ে খেলবেন।

চলতি বছরের ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারীদের এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাকি দল হলো সুপারনোভাস। তিন দলের এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভেলোসিটির মোকাবেলা করবে সুপারনোভাস।

টুর্নামেন্ট শুরু প্রায় ১৫ দিন আগে সংযুক্ত আরব-আমিরাতে যাচ্ছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে বুধবার (২১ অক্টোবর) জাহানারা-সালমার দেশ ছাড়ার কথা রয়েছে।

এদিকে আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিসিবির এক ভিডিও বার্তায় দ্বিতীয়বারের মতো ডাক পাওয়া, গতবারের খেলার অভিজ্ঞতা, লক্ষ্য এবং নানান বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। ভেলোসিটির হয়ে খেলতে যাওয়ার আগে সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘দ্বিতীয়বারের মতো আইপিএল খেলতে যাচ্ছি এবং আমি খুবই হ্যাপী যে, আবারও ভেলোসিটিতে খেলার সুযোগ পেয়েছি। গতবারের অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করবো এবং নিজের শতভাগ দিয়ে দলের জয়ে অবদান রাখার চেষ্টা করবো।’

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের পাশাপাশি করোনা পরিস্থিতিতে মিরপুরে নিয়মিত অনুশীলন করেছেন জাহানারা। এছাড়া আইপিএলের ডাক পাওয়ার পর বিসিবির সহযোগিতায় মিরপুরে ফ্লাড লাইট জ্বালিয়েও নিজের প্রস্তুতি সেরেছেন তিনি।

নিজের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিসিবি আমাদের যে প্র্যাকটিস ফেসিলিটি দিয়েছে, বিশেষ করে আইপিএলকে সামনে রেখে; ফ্লাড লাইটে প্র্যাকটিস সেশন প্রোভাইড করেছে, কোচ প্রোভাইড করেছে, বিশেষ করে বোলিং কোচ হওয়ায় আমার জন্য খুব ভালো হয়েছে। আশা করি, আইপিএলের মূল ম্যাচ প্রোপারভাবে কাজে পারবো, ইনশা আল্লাহ।’

টানা দ্বিতীয়বারের মতো আইপিএলে সুযোগ পাওয়ার বিষয়ে জাহানারা বলেন, ‘আইপিএল অনেক বড় একটি প্ল্যাটফর্ম এবং আমি মনে করি এ প্ল্যাটফর্মে আসলে সবার খেলতে পারার সৌভাগ্য হয় না। আমি অনেক লাকি এ দিক থেকে, আলহামদুলিল্লাহ। এ ধরনের প্ল্যাটফর্মে বিশ্বের অনেক ভালো ভালো খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ হয়, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়।’

‘সো এ এক্সপেরিয়েন্সটা আশা করি, ওখানে থেকে নিয়ে এসে দেশে আমার টিমম্যাটদের সাথে শেয়ার করতে পারবো এবং আমার নিজের ক্যারিয়ারের জন্য বিশ্বাস যে, এ টুর্নামেন্ট খেলার পর আমি আরও কয়েক ধাপ এগিয়ে যাব।’ যোগ করে জাহানারা।

গত আসরে ভেলোসিটির হয়ে এক ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। তবে ফাইনালে জ্বলে উঠেছিলেন জাহানারা। ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২টি উইকেট। যদিও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয়েছিল তার দলের।

এবারের আইপিএলে নিজের টার্গেট সম্পর্কে জাহানারা বলেন, ‘স্পেসিফিক কোন টার্গেট নেই। বরাবরই আমি যে টার্গেট নিয়ে মাঠে নামি যে, ভালো করতে হবে। নিজের সেরাটা দিয়ে খেলতে হবে এবং দলের জন্য কন্ট্রিবিউশন রাখতে হবে। এবারও সেই একি টার্গেট এবং গতবার চ্যাম্পিয়নের খুব কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হতে পারিনি এবং নিজেরও একটি আফসোস রয়ে গিয়েছে, ম্যাচের ফাইনাল ওভারটা।’

বাংলাদেশের তারকা এ নারী ক্রিকেটার সকলের কাছে দোয়া চেয়েছেন। সর্বশেষ তিনি বলেন, ‘সো, একি সিচুয়েশনে যদি আবারও পড়ি চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে টিমের জয়ে অবদার রাখতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। গতবারের চেয়ে এবার আরও যেন ভালো পারফর্ম করে দেশের নাম পুনরায় উজ্জ্বল করতে পারি এবং সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি। ধন্যবাদ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দল পেলেন জাহানারা-সালমা

আইপিএলে দল পেলেন জাহানারা-সালমা

মাঠে ফিরে তৃপ্ত জাহানারা আলম

মাঠে ফিরে তৃপ্ত জাহানারা আলম

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন