বিসিবির করোনা অ্যাপসে যুক্ত হচ্ছে যুব ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ১৩ আগস্ট ২০২০
বিসিবির করোনা অ্যাপসে যুক্ত হচ্ছে যুব ক্রিকেটাররা

করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ‘কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই অ্যাপসে যুক্ত হচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক সদস্যরা।

প্রথমে ৪০ জন ছেলে ক্রিকেটার দিয়ে শুরু হয়েছিল কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে এই অ্যাপে যুক্ত হন বাংলাদেশ নারী ক্রিকেট দল, হাই পারফরম্যান্স (এইচপি) দল, বিশ্বজয়ী যুবাদল ও বিসিবি’র কর্মকর্তাবৃন্দ। এবার এই অ্যাপের আওতায় আসছেন অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের সদস্যরা।

বুধবার (১২ আগস্ট) এ খবর জানিয়েছেন বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন (এমইএস) ম্যানেজার নাসিরউদ্দিন আহমেদ নাসু। শুধু অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা নয়, বিসিবির ৮০ জন কর্মকর্তাকেও এই অ্যাপসের অন্তর্ভূক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘এখন তাদের (অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের) নামগুলো ডাটাবেইজে এন্ট্রি হচ্ছে। পরে যখন ওরা ক্যাম্পে আসবে তখন ওদের এই অ্যাপের আওতায় আনা হবে। কারণ ওদের ব্যাপারে আরও কিছু তথ্য প্রয়োজন। নাম, ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে সব কিছু প্রস্তুত করে রেখেছি। ক্রিকেটার ও বিসিবির স্টাফ মিলে আমাদের অ্যাপের অধীনে মোট ২৫০ জন সদস্য আছে এখন।’

২৩ আগস্ট থেকে বিকেএসপিতে এক মাসের জন্য ক্যাম্প শুরু হবে। যা শেষ হবে ১৮ সেপ্টেম্বর। ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের অনুর্ধ্ব-১৯ প্রাথমিক দলও ইতোমধ্যে ঘোষণা করেছে বিসিবি। এই অ্যাপের মাধ্যমে প্রাথমিকভাবে ৪০ জন ক্রিকেটাররা কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হয়েছিলেন। নিজ নিজ মোবাইলে ডাউনলোড করা এই অ্যাপে প্রতিদিন বিসিবি থেকে ৮টি প্রশ্নের উত্তর দিতেন তারা। সে সব উত্তরের মাধ্যমে বিসিবি বুঝতে পারে কার শরীরের কী অবস্থা, কারও কোন সমস্যা আছে কি-না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুর আগেই পিছিয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগ

শুরুর আগেই পিছিয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগ

আইপিএল আয়োজনে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমতি

আইপিএল আয়োজনে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমতি

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মিসবাহ

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মিসবাহ

স্টোকসের পর সরে দাঁড়ালেন লরেন্স

স্টোকসের পর সরে দাঁড়ালেন লরেন্স