আবারও করোনা টেস্ট, টাইগারদের অনুশীলন বন্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০
আবারও করোনা টেস্ট, টাইগারদের অনুশীলন বন্ধ

ছবি : বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের চলমান ব্যক্তিগত অনুশীলন তিনদিনের জন্য বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার (১৭-১৯ সেপ্টেম্বর) মোট তিনদিন বন্ধ থাকবে টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। এই সময়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টাইগার ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন। এরপর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থানরত সকল খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্ট স্টাফদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) অন্য বিভাগ বা জেলা থেকে যারা ঢাকায় আসবেন তাদের নমুনা সংগ্রহ করা হবে।

তিনদিন ছুটি শেষে রোববার (২০ সেপ্টেম্বর) থেকে পুনরায় অনুশীলন শুরু হবে। তবে ৭তম ধাপের এ অনুশীলনের সূচি জানানো হয়নি।

টাইগার ক্রিকেটারদের এটি দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষা। এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) টাইগার ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ওই ধাপে ওপেনার মোহাম্মদ সাইফ হাসান ও বিসিবির ট্রেনার নিকোলাস ট্রেভর নিক লি'র শরীরে  কোভিড-১৯ শনাক্ত হয়। পরে নিক লি ভালো হলেও এখনো করোনা মুক্ত হতে পারেননি সাইফ হাসান

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এর আগে প্রথম ধাপের করোনা পরীক্ষা শেষে পাঁচদিন বিরতির পর গত ৯ সেপ্টেম্বর (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় টাইগাদের অনুশীলন। তামিম-মুশফিকদের সেই অনুশীলনে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে যুক্ত হয়েছেন বিদেশি কোচরা

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে শ্রীলঙ্কার বেধে দেওয়া কঠিন শর্ত মেনে সফরে রাজি নয় বিসিবি। ফলে শ্রীলঙ্কা সফরটি ঝুলে রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে শ্রীলঙ্কা সফর বাতিল হলেও ঘরোয়া ক্রিকেট ফেরানো নিয়ে পরিকল্পনা করছে বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

বাংলাদেশকে করোনার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভাবছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে করোনার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভাবছে শ্রীলঙ্কা

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের