চলতি মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ এএম, ০৯ অক্টোবর ২০২০
চলতি মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড

প্রাণঘাতি করোনা পরবর্তী ঘরোয়া ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ন্যায় এবার ঘরোয়া মৌসুম শুরু করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। করোনার কারণে বাংলাদেশের ন্যায় মার্চ থেকে নিউজিল্যান্ডের ঘরোয়া আসরও বন্ধ রয়েছে।

প্লাংকেট শিল্ডের প্রথম রাউন্ড দিয়ে ১৯ অক্টোবর (সোমবার) ঘরোয়া মৌসুম শুরু করবে এনজেডসি। নভেম্বর পর্যন্ত হবে প্রথম চার রাউন্ড। তারপর বিরতি দিয়ে নতুন বছরের মার্চ থেকে শুরু হবে পরের রাউন্ডগুলো।

ঘরোয়া ক্রিকেট শুরু করলেও আসরের প্রথম থেকে দেখা যাবে না কেন্দ্রীয় চুক্তিতে থাকা জাতীয় দলের ছয় খেলোয়াড়কে। কারণ, সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন তারা। এছাড়া নভেম্বরের শেষ দিকে ছেলে ও মেয়েদের ওয়ানডে প্রতিযোগিতাও শুরু করবে এনজেডসি।

নিউজিল্যান্ড ক্রিকেট অপারেশন্স প্রধান রিচার্ড ব্রুয়ার বলেছেন, ‘এ মাস থেকেই আমরা ঘরোয়া আসর শুরু করছি। নতুন নিয়ম অনুযায়ী কোনও ম্যাচে খেলোয়াড়ের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে, তার বদলি নামানো যাবে। তার রিপোর্টের ফল নেগেটিভ হলে, পুনরায় ম্যাচে ফিরতে পারবেন তিনি।’

করোনার কারণে কড়া স্বাস্থ্যবিধি মেনেই ঘরোয়া আসর শুরু করবে এনজেডসি। ব্রুয়ার বলেন, ‘আমরা সরকারের কড়া স্বাস্থ্যবিধি মেনেই মৌসুম শুরু করছি। আশা করছি, কোন সমস্যা হবে না।’

অক্টোবরে ঘরোয়া ক্রিকেটের পর ২৭ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে সরকারের অনুমোদন পেয়েছে এনজেডসি।

করোনাভাইরাস মোকাবিলায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে নিউজিল্যান্ড। করোনার শুরু থেকেই কড়া প্রোটোকল মেনেছে দেশটির সরকার। দেশটিতে সর্বমোট ১ হাজার ৮৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ইতোমধ্যে ১৮শ’ ভালো হয়েছে। এছাড়া মারা গেছেন ২৫ জন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি

মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি

তিন দলের ওয়ানডে সিরিজের নাম ‘প্রেসিডেন্টস কাপ’

তিন দলের ওয়ানডে সিরিজের নাম ‘প্রেসিডেন্টস কাপ’

কোথাও আমার জায়গা হলো না : মেহেদী হাসান রানা

কোথাও আমার জায়গা হলো না : মেহেদী হাসান রানা

কোহলি-শ্রেয়াসের পর এবার স্মিথকে জরিমানা

কোহলি-শ্রেয়াসের পর এবার স্মিথকে জরিমানা