ওয়ানডে সিরিজে তাসকিনকে নিয়ে শঙ্কা নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৩ জানুয়ারি ২০২১
ওয়ানডে সিরিজে তাসকিনকে নিয়ে শঙ্কা নেই

দীর্ঘ দিন পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েও ছিটকে যাওয়ার শঙ্কায় ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে আপাতত সেই শঙ্কা থেকে মুক্ত তাসকিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঠিক তেমনটাই জানিয়েছেন। 

সোমবার (১১ জানুয়ারি) অনুশীলনের সময় বলের আঘাতে বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যাথা পেয়েছেন তিনি। বোলিং করার পর ফলোথ্রু’তে ব্যাটসম্যানের শটস ফেরাতে গিয়ে এ বিপত্তি ঘটান তিনি। তবে আশার কথা হলো, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তাসকিনের খেলা নিয়ে শঙ্কা নেই।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিন অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে ব্যাথা পেয়েছিল। আঘাত খুবই ছোট, গভীর নয়। দুটি সেলাই লেগেছে। ওয়ানডে সিরিজে খেলতে তার কোন শঙ্কা নেই বলে মনে করছি।’

এদিকে তাসকিনও দুই-তিন দিনে মধ্যে মাঠে ফিরতে আশাবাদী। তিনি বলেন, ‌‘দুটি ছোট সেলাই লেগেছে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যে মাঠের অনুশীলনে ফিরতে পারবো।’

দুই বছর পর জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে ডাক পেয়েছেন তাসকিন। ওয়ানডে সিরিজ সামনে রেখে রোববার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন।

ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৪ ও ১৬ জানুয়ারি দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কোয়াডে ডাক পাওয়া বাংলাদেশ দলে ক্রিকেটাররা। এদিকে ডাক পাওয়া ২৪ সদস্যের মাঝে বাঁ-হাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন প্রথমদিনই অণ্ডকোষের পুরোনো চোটে ছিটকে গেছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আঙুলের চোটে অনিশ্চিত তাসকিন

আঙুলের চোটে অনিশ্চিত তাসকিন

‘আত্মবিশ্বাস’ বাড়াতে তাসকিনের অগ্নিপরীক্ষা

‘আত্মবিশ্বাস’ বাড়াতে তাসকিনের অগ্নিপরীক্ষা

অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন

অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা