বিশ্বকাপের আগে আইপিএলকে ‘সুযোগ’ দেখছেন বেয়ারস্টো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বকাপের আগে আইপিএলকে ‘সুযোগ’ দেখছেন বেয়ারস্টো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে অংশ নেওয়া ইংল্যান্ডের খেলোয়াড়রা লাভবান হবেন বলে বিশ্বাস করেন দেশটির উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। কারণ হিসেবে তিনি জানান, চলতি বছরই ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে আইপিএল খেলা ক্রিকেটাররা সেখানে বাড়তি সুবিধা পাবেন।

সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামের আগেই বেয়ারস্টোকে দলে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। দলটি ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে কিনে নিয়েছে। যা আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ মূল্যের রেকর্ড

আইপিএলের নিলামে ৭ কোটি রুপিতে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। নিলামের একদিন আগে ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য মঈনকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড। শুধু তাই নয়, বিদেশের মাটিতে বেশ কিছু সিরিজ থাকার কারণ ইতোপূর্বে দলের অনেক খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।

এদিকে আইপিএলের প্লে-অফে অংশ নেওয়ার কারণে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনেক খেলোয়াড়ই মিস করতে পারেন। ২০২১ মৌসুমে ঘরের মাঠে এটি হবে ইংলিশদের প্রথম ম্যাচ। বেয়ারস্টো, বেন স্টোকস, জোফরা আর্চার, জশ বাটলার, স্যাম কারান ও মঈনের মতো খেলোয়াড়রা এ টেস্ট ম্যাচ মিস করতে পারেন।

তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ই আইপিএল অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছেন বলে মনে করে বেয়ারস্টো। এবার বিশ্বকাপের আগে ১৪তম প্রতিযোগিতা থেকেও খেলোয়াড়রা উপকৃত হবেন বলেও বিশ্বাস করেন তিনি।

বেয়ারস্টো বলেন, ‘আমি মনে করি, এটি এখন ম্যাচে একটি অংশ। যদি খেলোয়াড়রা আইপিএলে যায় এবং তাদের দক্ষতার উন্নতি করে, তার অর্থ- এই নয় এটি যে, কেবল মাত্র টি-টোয়েন্টি দক্ষতা। এটি ওয়ানডে ও টেস্টের দক্ষতাও বাড়ায়।’

তিনি জানান, ‘এটি তিন ফরম্যাটকেই পরিপূর্ণ করে। বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলতে, বর্তমানে আমরা যে খেলছি, তার জন্য কন্ডিশনের উল্লেখ না করে এবং বিশেষভাবে এ বছরই ভারতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।’

৩১ বছর বয়সী ইয়র্কশায়ারের খেলোয়াড় আরও যোগ করেন, ‘আপনি যদি আমাদের বিদেশের মাাটিতে রেকর্ড লক্ষ্য করেন, তবে সর্বশেষ সাত টেস্টের ছয়টিতেই আমরা জিতেছি। গত ১২-১৪ টি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করেছি। এ ফলাফলগুলো শুধুমাত্র একটি ফরম্যাট থেকেই আসেনি।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে আবারও দলে ভেড়ালো কলকাতা

সাকিবকে আবারও দলে ভেড়ালো কলকাতা

কোয়ারেন্টাইন ইস্যুতে ভারত ছাড়লেন মঈন, ফিরলেন বেয়ারস্টো-উড

কোয়ারেন্টাইন ইস্যুতে ভারত ছাড়লেন মঈন, ফিরলেন বেয়ারস্টো-উড

টেস্টে উইকেটরক্ষক হিসেবে খেলতে চান বেয়ারস্টো

টেস্টে উইকেটরক্ষক হিসেবে খেলতে চান বেয়ারস্টো

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে