বাংলাদেশ ইমার্জিং নারী দল ঘোষণা, নেতৃত্বে জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ এএম, ১৯ মার্চ ২০২১
বাংলাদেশ ইমার্জিং নারী দল ঘোষণা, নেতৃত্বে জ্যোতি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্কোয়াড ঘোষণা করা হয়। ঘোষিত ২২ সদস্যের বাংলাদেশ দলে নেতৃত্ব দিবেন জাতীয় দলের ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি।

ঘোষিত দলে সালমা-জাহানারা-রুমানারা সবাই আছেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে যোগ করা হয়েছে গুটিকয়েক উঠতি ক্রিকেটার। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভালো করার পুরস্কার পেয়েছেন তৃষ্ণা, দিশা, রাবেয়া, ঝিলিকের মতো নবীনরা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৮ মার্চ (রোববার) বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ওই দিনই সিলেট পৌঁছে করোনা পরীক্ষা দেবে সফরে থাকা পুরো দল।

সিরিজে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৪ এপ্রিল (রোববার)। তার আগে তিনদিনের কোয়ানেন্টাইন পালন শেষে তিনদিন অনুশীলন করার সুযোগ পাবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে হবে- ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইমার্জিং নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিন ছন্দা, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ গেমসে শিরোপা জিতলেন সালমারা

বাংলাদেশ গেমসে শিরোপা জিতলেন সালমারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা