মাঠে মেজাজ হারানো আমার স্বভাব: সরফরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৮ মে ২০২১
মাঠে মেজাজ হারানো আমার স্বভাব: সরফরাজ

আর কিছুদিন পরই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। ইতিমধ্যেই দলগুলো নিজেদের প্রস্তুতি শুরু করেছে। এবার, লিগের বাকি অংশ মাঠে গড়াবে আবুধাবিতে। পিএসএলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর অধিনায়ক সরফরাজ আহমেদ জানান, খেলার উত্তেজনাতেই তিনি নিজের মেজাজ হারিয়ে ফেলেন। 

দল হিসেবে সময়টা খারাপ যাচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর। ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে সরফরাজের দল। একাধিক ম্যাচেই চোখে পড়েছে মাঠেই মেজাজ হারিয়েছেন সরফরাজ। এই উইকেট-কিপার ব্যাটসম্যান মনে করেন, খেলার মাঝে এসব উত্তেজনা থাকেই, তবে মাঠের বাইরে গেলে সব ঠিক হয়ে যায়।

সরফরাজ বলেন, 'এটা আমার স্বভাব। যখন দল ভালো করবে না তখন যেকোন সুযোগকেই কাজে লাগাতে হবে। মাঠে যা হয় (মেজাজ হারানো) তা কেবল মাঠেই হয়। মাঠের বাইরে আমরা এসব নিয়ে ভাবিও না।'

দলের এমন ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে সরফরাজ জানান, বাজে ফিল্ডিংই তাদের বেশি ভোগাচ্ছে। তিনি মনে করেন, দল হিসেবে তারা খারাপ করে নাই। শুধু ফিল্ডিংটাই নিজেদের অনুকূলে যাচ্ছে না।

দলের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, 'আপনি যদি ৫ ম্যাচের খেলা দেখেন, দেখবেন আমরা ভালোই করেছি। কিন্ত বাজে ফিল্ডিংই আমাদের সকল অর্জন নস্ট করে দিচ্ছে। আমরা গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়ছি, রান আউট হাতছাড়া করছি। অনেকগুলো ম্যাচ হারার মূল কারণ এই ফিল্ডিং।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএল খেলতে যাওয়ার আগেই করোনাক্রান্ত আনোয়ার

পিএসএল খেলতে যাওয়ার আগেই করোনাক্রান্ত আনোয়ার

ডিপিএলের প্রাথমিক পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ

ডিপিএলের প্রাথমিক পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ

ফরম্যাটের পরিবর্তনে আয় কমলো ক্রিকেটারদের

ফরম্যাটের পরিবর্তনে আয় কমলো ক্রিকেটারদের

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের