‌‘সৌরভ গাঙ্গুলি চাইলেই ভারত-পাকিস্তান ম্যাচ সম্ভব’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৫ জুলাই ২০২১
‌‘সৌরভ গাঙ্গুলি চাইলেই ভারত-পাকিস্তান ম্যাচ সম্ভব’

সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক পরিস্থিতি খারাপের কারণে আইসিসির ইভেন্ট ছাড়া ক্রিকেট মাঠেও মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল মনে করেন, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি চাইলে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন সম্ভব। তার বিশ্বাস, সৌরভও এটা করতে আগ্রহী।

একটি ইউটিউব চ্যালেনে পাকিস্তান জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ও ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান কামরান আকমল বলেন, ‌‘সৌরভ বিসিসিআই প্রধান হিসেবে থাকায় আমরা আশার আলো দেখছি। ও (সৌরভ) খেলোয়াড় জীবনে একাধিক ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছে। শুধু আইসিসি প্রতিযোগিতা নয়, সৌরভের নেতৃত্বে আমরা দ্বিপাক্ষিক সিরিজও খেলেছি। আমরা ওর মানসিকতা জানি।’

তিনি বলেন, ‘সৌরভ এখন বোর্ডকর্তা। বিসিসিআই প্রধান হিসেবে ও অবশ্যই এমন একটা সিরিজ আয়োজন করতে চাইবে। কিন্তু বিতর্কে জড়িয়ে যাওয়ার ভয়ে মুখ খুলতে চায় না। তবে আমরা (পাকিস্তান) কিন্তু ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য এক পা বাড়িয়ে রেখেছি।’
sportsmail24
দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। এরপর আইসিসি প্রতিযোগিতা ছাড়া বাইশ গজের যুদ্ধে ভারত-পাকিস্তানকে আর দেখিনি ক্রিকেট ভক্তরা।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে লিগের ম্যাচে হারালেও ফাইনালে সরফরাজ আহমেদের দলের কাছে ১৮০ রানে হেরেছিল ভারত। এরপর সর্বশেষে ইংল্যান্ড বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই লড়াইয়ে জয় পেয়েছিল বিরাট কোহলিরা।

বিশ্বকাপের পর এশিয়া কাপে আবারও মাঠের লড়াইয়ে দেখা হওয়ার কথা ছিল। তবে করোনার জন্য চলতি বছর এশিয়া কাপও বাতিল হয়ে গেছে। এখন সব ঠিক থাকলে ভারত থেকে সরে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তানের লড়াই দেখবে বিশ্ব।
sportsmail24
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজ না হলেও আইসিসিও এ বিষয়ে উদাসিন বলে অভিযোগ করেছেন কামরান আকমল। আইসিসির দিকে আঙুল তুলে আকমল বলেন, ‘টেস্ট ক্রিকেটের জৌলুস বাড়ানোর জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে। খুব ভালো উদ্যোগ। তবে সেখানে সবাই সবার বিরুদ্ধে খেললেও ভারত-পাকিস্তান টেস্ট কেন আয়োজন করা হলো না?’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নিউজিল্যান্ড। আকমল আরও বলেন, ‘কেন আইসিসি এ বিষয়ে (ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ) উদ্যোগ নিল না? দুই দলের ক্রিকেটাররা একে অন্যের দেশে গিয়ে খেললে তো উপকৃত হতো।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পৃথ্বীকে দলে নেওয়া অন্যদের জন্য অপমানজনক: কপিল দেব

পৃথ্বীকে দলে নেওয়া অন্যদের জন্য অপমানজনক: কপিল দেব

ভারতের দল নিয়ে চটেছেন রানাতুঙ্গা

ভারতের দল নিয়ে চটেছেন রানাতুঙ্গা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে মুখ খুললেন ইনজামাম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে মুখ খুললেন ইনজামাম

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ