বিশ্বকাপে ওপেন করতে পারেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ০৫ জুলাই ২০২১
বিশ্বকাপে ওপেন করতে পারেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামবে ভারতীয় ক্রিকেটাররা। এর মাধ্যমেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত। আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করার সুযোগ দেখছেন সাবেক ক্রিকেটার দ্বীপ দাশগুপ্ত।

সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং করেছিলেন বিরাট কোহলি। এছাড়াও আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েও ইনিংসের গোড়াপত্তন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলিকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

যদিও বিরাট কোহলির ওপেনিংয়ে নামার বিষয়টি ওপেনার লোকেশ রাহুলের ফর্মের নির্ভর করছে বলে মনে করেন দ্বীপ দাশগুপ্ত। তিনি বলেন, 'সর্বশেষ সিরিজ চলাকালীন সময়ে কোহলি এ নিয়ে কথা বলেছে। ওপেনিংয়ে নামার বিষয়টি নিয়ে সে গুরুত্ব দিয়ে ভাবছে।'

আইপিএল চলাকালীন রাহুলকে অ্যাপেন্ডিক্সের জন্য চিকিৎসকের ছুড়ির নিচে যেতে হয়েছিল। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। মাঠে ফেরার পর তার পারফর্মেন্সই বলে দিবে বিশ্বকাপে রাহুল সুযোগ পাচ্ছেন কিনা। এ বিষয়ে দ্বীপ দাশগুপ্ত বলেছেন, ' রাহুলের ফর্মই বলে দিবে, রোহিতে ওপেনিং পার্টনার কে হচ্ছে।'

তিনি আরও জানান, রাহুল আগের ফর্মে ফিরলে কোহলির ওপেনিংয়ে নামার কোনো কারণ নেই। তবে কোহলির ওপেনিং করার সুযোগ দেখছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত আইপিএলে খেলবেন না স্মিথ

স্থগিত আইপিএলে খেলবেন না স্মিথ

ইংল্যান্ড সিরিজে দলের স্কোয়াডে যুক্ত হলেন পৃথ্বী শ

ইংল্যান্ড সিরিজে দলের স্কোয়াডে যুক্ত হলেন পৃথ্বী শ

ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ

ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা