কাউন্টির ‘বিতর্কিত’ দলে নাম লেখালেন শান মাসুদ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ২২ আগস্ট ২০২২
কাউন্টির ‘বিতর্কিত’ দলে নাম লেখালেন শান মাসুদ 

সাবেক অধিনায়ক ও দলের কিছু কোচিং স্টাফের বর্ণবাদী আচরণে ‘বিতর্কিত’ হয়েছিল কাউন্টি দল ইয়র্কশায়ার। আরেক কাউন্টি দল ডার্বিশায়ারের হয়ে রানবন্যা তৈরি করে ইয়র্কশায়ারে নাম লিখিয়েছেন শান মাসুদ। কাউন্টি দলটি তাকে দুই বছরের জন্য দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ মৌসুমের প্রায় শেষ দিকে এসে ডার্বিশায়ারের দীর্ঘমেয়াদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল ইয়র্কশায়ার হতে পারে শানের নতুন ঠিকানা। সব গুঞ্জনের অবসান টেনে ক্লাবটি জানিয়ে দিলো শান মাসুদকে দলে ভেড়ানোর খবর।

চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছে ক্লাবটি। এর আগে ইনজামাম উল হক, ইউনিস খান ও সরফরাজ আহমেদ ইয়র্কশায়ারের জার্সিতে খেলেছেন। 

শান মাসুদ ছাড়াও ইয়র্কশায়ার দলে রয়েছে জো রুট, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড মালান ও হ্যারি ব্রুকের মতো বড় তারকা। সাথে শান মাসুদের যুক্ত হওয়াটা দলের জন্য বড় আশীর্বাদই বলা যায়।

কাউন্টি ক্রিকেটে রানফোয়ারা তৈরি করেও জাতীয় দলে এখনো জায়গা পাকা করতে পারেননি শান মাসুদ। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। কাউন্টিতে রানের দেখা পেয়ে জাতীয় দলে ডাক পেলেও তার মাঠে নামা হয়নি।

দুই বছরের চুক্তিতে ইয়র্কশায়ারের যোগ দিলেও পাকিস্তানের হয়ে খেলতে পারবেন তিনি। অর্থাৎ, পাকিস্তানের জার্সিতে ডাক পেলে তাকে জাতীয় দলের জার্সিতে খেলার ছাড়পত্র দিবে দলটি।

বর্ণবাদী আচরণে অভিযুক্ত হওয়ার পর ইয়র্কশায়ারের বিভিন্ন পদে এসেছে রদ-বদল। তারই অংশ হিসেবে দলটিতে এখন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যারিবিয়ান কোচ ওটিস গিবসন।

ইয়র্কশায়ারে নাম লিখিয়ে উচ্ছ্বসিত মাসুদ বলেন, “ইয়র্কশায়ারে যুক্ত হয়ে বেশ উচ্ছ্বসিত। ইয়র্কশায়ারের দারুণ ইতিহাস ও হেডিংলিতে নিয়মিত খেলতে পারাটা দারুণ।”

মাসুদকে দলে ভেড়ানোর বিবৃতিতে ইয়র্কশায়ার কর্তৃপক্ষ জানায়, “তার মতো অভিজ্ঞ কাউকে দলে আনতে পারাটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। আশা করি, তাদের দারুণ অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ বছর পর প্রথম শ্রেণির এক ইনিংসে ৪’শ রান

১৮ বছর পর প্রথম শ্রেণির এক ইনিংসে ৪’শ রান

কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

ইংল্যান্ড দলে বিস্ময় তৈরি করা রিচার্ড গ্লেসন 

ইংল্যান্ড দলে বিস্ময় তৈরি করা রিচার্ড গ্লেসন 

ভারতীয় দলে ফেরার কৃতিত্ব রঞ্জি ট্রফিকে দিলেন পূজারা

ভারতীয় দলে ফেরার কৃতিত্ব রঞ্জি ট্রফিকে দিলেন পূজারা