আফগানিস্তান সিরিজে ফিরলেন সৌম্য সরকার, নেই লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তান সিরিজে ফিরলেন সৌম্য সরকার, নেই লিটন

এশিয়া কাপে থেকে বিদায়ের পর আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায়হে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস খেলতে না পারায় তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, এশিয়া কাপে শেষ দুই ম্যাচ খেলতে না পারা লিটনের এমআরআই রিপোর্টে বাম অ্যাবডোমিনাল মাংসপেশীতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। পুনর্বাসনে থাকায় তিনি আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না।

এদিকে, দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ৩২ বছর বয়সী এই ব্যাটারই একমাত্র নতুন সংযোজন, যিনি এশিয়া কাপ দলে ছিলেন না। ১৬ সদস্যের দলে বাকি সবাই এশিয়া কাপের দলে ছিলেন।

২ অক্টোবর থেকে শুরু হওয়া সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৩ এবং ৫ অক্টোবর। সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে শারজাহে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল
জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।



শেয়ার করুন :