আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সিরিজের পর মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (নভেম্বর) বিসিবির বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ মাধ্যমে ব্রিফ করার সময় এ তথ্য জানান।
তিনি বলেন, “আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে।”
আশরাফুলের এই নিয়োগ পূর্ণকালীন নয়। তবে আয়ারল্যান্ড সিরিজের পর তার পারফরম্যান্স মূল্যায়ন করবে। একই সাথে বোর্ড আশাবাদী যে, আশরাফুলের অভিজ্ঞতা তরুণদের আত্মবিশ্বাস ফেরাতে ভূমিকা রাখবেন।
বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে হেড কোচ ছাড়াও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। আসরাফুল যুক্ত হওয়ায় আয়ারল্যান্ড সিরিজে এখন স্বদেশীয় দুইজন কোচ যুক্ত হলো।
বোর্ড পরিচালন আব্দুর রাজ্জাক আশাবাদী যে, বাংলাদেশ ক্রিকেটে সামনে আরও অনেক ক্ষেত্রে স্বদেশীয় কোচকে দেখা যেতে পারে। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই অধিনায়ক এবং বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক।
