বাংলাদেশ ক্রিকেট দলের দেশীয় সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করেছেন। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের তিনি আর কাজ করছেন না।
বুধবার (৫ নভেম্বর) ক্রিকেট ভিত্তক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়টি জানতে চাইলে সংবাদ মাধ্যমটিকে সালাহউদ্দিন বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।”
গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে বিসিবিতে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। দেশীয় েএ কোচের মাথে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির চুক্তি ছিল। তবে ঠিক এক বছর পূর্ণ করার পর পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।
মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের বিষয়টি সংবাতদ মাধ্যমে স্বীকার করলেও বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে, সালাউদ্দিন পদত্যাগের আগেই আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আফরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। যদিও আশরাফুলকে প্রাথমিকভাবে আয়ারল্যান্ড সিরিজের জন্য রাখা তথ্য জানানো হয়েছে।
