সরফরাজকে ফিক্সিং প্রস্তাব দিয়ে কোচ আনসারি নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯
সরফরাজকে ফিক্সিং প্রস্তাব দিয়ে কোচ আনসারি নিষিদ্ধ

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ায় শারজাহ কেন্দ্রীক কোচ ইরফান আনসারিকে সকল প্রকার ক্রিকেটে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা (আইসিসি)।

২০১৭ সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাকিস্তান অধিনায়ককে দুর্নীতিতে (ফিক্সিং) জড়ানোর প্রস্তাব দেন আনসারি। বিষয়টি সরফরাজ আইসিসিকে জানায়। এরপর সংস্থাটির দুর্নীতি বিরোধী ট্রাইবুনাল তদন্ত করে আনসারিকে দোষী সাব্যস্ত করে। সেই দোষের দায় হিসেবে এ সাজা দেয়া হলো।

শারজাহ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব আনসারি। গত তিন যুগ ধরে শারজাহ ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কাজ করছেন তিনি। আল ধাইদ ক্রিকেট ভিলেজের দায়িত্বে ছিলেন তিনি। যেখান থেকে টুর্নামেন্ট আয়োজন করে সেটা শহরে নিয়ে আসা হয়। ২০১৭ সালে চাকরি হারানোর আগে আনসারি শারজাহ ক্রিকেট ক্লাবের প্রধান কোচও ছিলেন।

এদিকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে দেয়ায় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের প্রশংসাই করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল।

তিনি বলেন, ‘আমি সরফরাজ আহমেকে ধন্যবাদ জানাতে চাই। যিনি সত্যিকারের নেতৃত্বগুণ এবং পেশাদারিত্ব দেখিয়ে এই প্রস্তাবের বিষয়টি রিপোর্ট করেছেন। তিনি এটা প্রত্যাখ্যান করেন এবং রিপোর্ট করেন। তারপর তদন্ত কাজেও সাহায্য করেছেন।’


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

বিশ্বকাপ জিতলে টানা ৫০ দিন উদযাপন করবেন গেইল

বিশ্বকাপ জিতলে টানা ৫০ দিন উদযাপন করবেন গেইল

গেইলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রশিদ

গেইলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রশিদ