জোড়া সেঞ্চুরিতে সিরিজ ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৭
জোড়া সেঞ্চুরিতে সিরিজ ভারতের

ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে উত্তেজনাপূর্ণ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়েছে স্বাগতিক ভারত। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো টিম ইন্ডিয়া।

রোহিত ১৪৭ ও কোহলি ১১৩ রান করেন। এই নিয়ে টানা সাতটি ওয়ানডে সিরিজ জিতলো ভারত। তবে ভারতের মাটিতে সিরিজ জিততে না পারার আক্ষেপ থেকেই গেল নিউজিল্যান্ডের।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ২৯ রানেই প্রথম উইকেট হারায় ভারত। ১৪ রান করে ফিরেন ওপেনার শিখর ধাওয়ান। এরপর ২৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার রোহিত শর্মা ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। তিন অংকে পা দিয়েও নিজের ইনিংসটা বড় করছিলেন তিনি। তবে ১৪৭ রানে গিয়ে থেমে যান রোহিত। তার ১৩৮ বলের ইনিংসে ১৮টি চার ও ২টি ছক্কা ছিল।

রোহিতের মত সেঞ্চুরির স্বাদ নিয়েছেন কোহলিও। ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরির স্বাদ নিয়ে ১১৩ রান করেন কোহলি। ১০৬ বল মোকাবেলা করে ৯টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ব্যাটসম্যান।

শেষদিকে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৭ বলে ২৫ ও কেদার যাদব ১০ বলে ১৮ রান করে দলের স্কোর ৬ উইকেটে ৩৩৭ রানে নিয়ে যান। নিউজিল্যান্ডের টিম সাউদি, এডাম মিলনে ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

জবাবে দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারানোর পর কলিন মুনরো, অধিনায়ক কেন উইলিয়ামসন ও টম লাথামের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু মুনরো ৭৫, উইলিয়ামসন ৬৪ ও লাথাম ৬৫ রানে ফিরে যাবার পর দায়িত্ব নিয়ে দলের জয় কেউই নিশ্চিত করতে পারেননি।

খেলার শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। কিন্তু ভারতের পেসার জসপ্রিত বুমরাহ সামনের অসহায় ছিল কিউই দলের লোয়ার-অর্ডার। ফলে নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ৩৩১ রানে। ভারতের বুমরাহ ৩টি ও যুজবেন্দ্রা চাহাল ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ভারতের রোহিত শর্মা।

আগামী ১ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।


শেয়ার করুন :