আজও পারলেন না তামিম!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৪ জুন ২০১৯
আজও পারলেন না তামিম!

ছবি: এএফপি

বিশ্বকাপে বোধ হয় খারাপ সময় যাচ্ছে তামিম ইকবালের। গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও নিজের রুপে ফিরতে পারলেন না বিশ্বসেরা এই ব্যাটসম্যান।

টস হেরে ব্যাট করা বাংলাদেশ দল সৌম্য সরকারের বদলে লিটন দাসকে ওপেনিংয়ে নামায়। আফগান ডানহাতি অফ স্পিনার মুজিব উর এবং নবীকে শুরুতে সামলাতে ডান ও বাঁ-হাতি কম্বিনেশনে নামে বাংলাদেশ। তবে লিটন দাস শুরুতে আউট হয়ে ফেরেন।

লিটন ফেরার কিছুক্ষণ পর তারই পথ ধরেন তামিম ইকবাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮ রান তুলেছে। তামিম ইকবাল ৫৩ বলে ৩৬ রান করে আউট হয়েছেন। সাকিবের সঙ্গে তিনি ৫৯ রানের জুটি গড়েন। লিটন দাস ১৬ রান করে ফেরেন। দলের রান তখন ২৩। সাকিব আল হাসান ২৭ রানে ক্রিজে আছেন। তার সঙ্গে মুশফিকুর রহিম।

আফগানদের বিপক্ষে টাইগারদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগেই 'ডার্ক হর্স' তকমা পায় বাংলাদেশ। টিকে আছে সেমিফাইনালের আশা। আফগানদের বিপক্ষে সেমির পথে এগিয়ে যাওয়ার পালা। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে দুই পরিবর্তন নিয়ে খেলছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।

আফগানিস্তান দলে এ ম্যাচে দুই পরিবর্তন। স্পিনের বিপক্ষে সাবলীল হযরতউল্লাহ জাজাইকে বসিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়াতে এবং দ্রুত রান তুলতে পারদর্শী সামিউল্লাহ সেনওয়ারিকে দলে নিয়েছে তারা। সেনওয়ারি লেগ স্পিনেও দলের হয়ে অবদান রাখতে পারেন। এছাড়া দলে নেওয়া হয়েছে পেসার দৌলত জাদরানকে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

গুলবাদিন নাঈব, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর অফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহর সামনে মাইলফলকের হাতছানি

মাহমুদউল্লাহর সামনে মাইলফলকের হাতছানি

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই বাংলাদেশের

জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই বাংলাদেশের

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস