অধিনায়কত্ব ছেড়ে মিশ্র অনুভুতিতে মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ০৭ মার্চ ২০২০
অধিনায়কত্ব ছেড়ে মিশ্র অনুভুতিতে মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। শুক্রবার (৬ মার্চ) অধিনায়কত্বের ক্যারিয়ারে ৫০তম জয় দিয়ে শেষ করেছেন নেতৃত্ব। এখন তিনি শুধুই একজন ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার নিজের অধিনায়কত্বের শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফি বিন মর্তুজা। কেমন লোগছে- জানতে চাইলে মাশরাফি বলেন, ‘অসম্ভব ভালো। কারণ, জিতছি। শেষ হলো আমার।’

আগের চেয়ে রিলাক্স লাগছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘একটা কাজ তো অনেক কমে গেল, অনেক বড় দায়িত্ব ছিল। সাধারণত এই টাইমে কারো ভালো লাগে কারো খারাপ লাগে। অবশ্য আমারও.. মিশ্র দুইটা জিনিসই হচ্ছে। তবে টু বি অনেস্ট, নিজের কাছে ভালো লাগছে যে, ক্যাপ্টেন হিসেবে একটা ভালো জায়গায় শেষ করতে পেরেছি, আর জিতেও শেষ হয়েছে- এটাও ভালো লাগছে।’

টাইগার ওপেনার তামিম ইকবালের সাথে লিটন দাসের ওপেনিং নিয়ে জানতে চাইলে লিটনের উপস্থিতিতেই মাশরাফি বলেন, ‘আমার দুইজন ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে সবসময় ভালো লাগে, এক হলো বিরাট কোহলি, ‍দুই লিটন। সবসময় বলি, অনেকে ভালো খেলে, ভালো রান করে... তবে তারা (কোহলি, লিটন) যতক্ষণ উইকেটে থাকে দেখতে ভালো লাগে। আমি লিটনকে অনেকবার বলে আসছি।’

তিনি আরও বলেন, ‘লিটন শুধু উইকেটে থেকে না, সে খেলার মোমেন্টাই চেঞ্জ করতে পারে। বড় ইনিংস খেলতে পারে, সবি পারে। আমি মনে করি লিটন এটা এখন পিক করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে ও প্রায় চার বছর শেষ করে ফেলেছে। ওর এখন পিক করা রান করা।’

তিন-চার পর বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চান- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এটা বলা আসলে খুব কঠিন, তবে আমার বিশ্বাস পরবর্তি বিশ্বকাপে (২০২৩ সাল) বাংলাদেশ অনেক ভালো করবে। এটা এখন থেকেই আমার মন বলছে এবং আমি আগেও একবার বলেছিলাম, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।’

তিনি আরও বলেন, ‘যার ক্যাপ্টেন্সিতেই খেলুক, বিসিবি যার উপরেই আস্থা রাখুক; এখন যারা তরুণ খেলোয়াড়, তখন তাদের লাইফের পিক টাইম থাকবে। তো কোন কারণ নেই, এছাড়া যেহেতু এশিয়ার ভেতরে খেলা, না খেলার (সেমিফাইনালে) কোন কারণ দেখছি না আমি।’

বাংলাদেশ ক্রিকেটের লিডার হতে হলে কী কী গুণ থাকা দরকার- এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। প্রথমত হচ্ছে যে, রিডারশীপ চাওয়াটা অবশ্যই ভালো, তবে ক্যাপ্টেন্সি চাওয়াটা আমি অবশ্যই মনে করি না ভালো। তখন, টিমের ভেতর সেলফিসনেস চলে আসে। বাংলাদেশেই অনেককে দেখেছি তারা চাইতো করতে, কিন্ত তারা ক্যারিয়ার আর বড় করতে পারেনি। সো, আমি মনে করি না যে ক্যাপ্টিন্সি চাওয়ার প্রয়োজন আছে, তো লিডারশীপ এখন লিটনদেরও শিখতে হবে।’

তিনি বলেন, ‘লিডারশীপ এক জিনিসি ক্যাপ্টেন্সি আলাদা জিনিসি। আর ক্যাপ্টেন্সি যে করবে তাকে অনফিল্ড, আসলে যখন খেলোয়াড়রা ঢুকে যায় তখন বেশি কিছু করার থাকে না। অব দ্য ফিল্ড, বাংলাদেশে আমি মনে করি খেলোয়াড়দের সাথে প্রচুর কাজ।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির শেষ অধিনায়কত্বে জয় উপহার দিল টাইগাররা

মাশরাফির শেষ অধিনায়কত্বে জয় উপহার দিল টাইগাররা

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

নেতৃত্ব ছাড়লেও আপনি আমাদের প্রিয় ‘মাশরাফি ভাই’ : সাকিব

নেতৃত্ব ছাড়লেও আপনি আমাদের প্রিয় ‘মাশরাফি ভাই’ : সাকিব

সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি

সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি