শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২১ এএম, ১২ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : মমিনুল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা তাদের মাটিতে সবসময় কঠিন প্রতিপক্ষ, বিশেষ করে বাংলাদেশের জন্য। এছাড়া কোয়ারেন্টাইন শেষে প্রস্তুতি নিয়ে খেললেও টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে না, বরং চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হকও তেমনটাই মনে করেন।

শ্রীলঙ্কার উদ্দেশে সোমবার (১২ এপ্রিল) ঢাকা ত্যাগ করবে ২১ সদস্যের বাংলাদেশ টেস্ট দল। তার আগে রোববার (১১ এপ্রিল) মিরপুরে ছিল টাইগার ক্রিকেটারদের শেষ দিনের অনুশীলন। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মমিনুল হক।

তিনি বলেন, ‘আপনারা জানেন, শ্রীলঙ্কা তাদের মাটিতে সবসময় খুবই ভালো দল। তো, আমার কাছে মনে হয় জিনিসটি (খেলা) খুব সহজ হবে না। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বের হতে হলে ওই চ্যালেঞ্জ নিতে হবে এবং ভালো করতে হবে।’

শ্রীলঙ্কা সফরে ঘোষিত বাংলাদেশ দলে তিনজন নতুন মুখ রয়েছেন। এছাড়াও করোনার কারণে ২১ সদস্যের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে মমিনুল মনে করেন তারা সবাই টেস্ট ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত। দরকার শুধু সিনিয়রদের সাপোর্ট।

তিনি বলেন, ‘আপনি যখন একজন জুনিয়র নিয়ে খেলবেন তখন অবশ্যই সে এক্সপেক্ট করে যে ভালো কিছু করার জন্য, ভালো খেলার জন্য। আমার কাছে মনে হয় ওই সময় তাকে সাপোর্ট দেওয়া উচিৎ। আমার কাছে মনে হয়, তারা পুরোপুরি রেডি (টেস্ট খেলার জন্য), কিন্তু ওই সময়টা তাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন।’

নিজেদের প্রস্তুতি নিয়ে মমিনুল বলেন, ‌‌‘এখনকার যে অবস্থা (করোনাভাইরাস) সেখানে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। কিন্তু ওই টুকুর মধ্যেই, আমার মনে হয় আমরা নিতে (প্রস্তুতি) নিতে পারছি। বিশেষ করে যারা টেস্ট খেলে।

তিনি আরও বলেন, ‘তবে ওয়ানডে যারা খেলে তাদের জন্য হয়তো একটু কঠিন। তবে যারা নিয়মিত খেলে আসতে তাদের জন্য ভালো প্রিপারেশ হয়েছে বলে আমার কাছে মনে হয়।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

পাকিস্তানি যুবাদের বাংলাদেশ সফর স্থগিত

পাকিস্তানি যুবাদের বাংলাদেশ সফর স্থগিত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নতুন ৩ মুখ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নতুন ৩ মুখ

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি