মমিনুলের বিদায়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ এএম, ০৩ মে ২০২১
মমিনুলের বিদায়ে বিপদে বাংলাদেশ

৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ অধিনায়ক মমিনুলের উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। লঙ্কান স্পিনারদের সামাল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। 

বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ফর্মে থাকা তামিমের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩১ রানে মেন্ডিসের বলে শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন তামিম, ২৬ বলে ২৪ রান করে আউট হন তিনি।

তামিমের বিদায়ের পর ২য় উইকেটে হাল ধরার চেষ্টা করছেন তরুণ শান্ত ও সাইফ। তবে, ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে দলীয় ৭৩ রানে জয়াবিক্রমার বলে পরাস্ত হয়ে সাজঘরে ফিরে যান সাইফ। অধিনায়ক মমিনুলকে নিয়ে শান্ত প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করলেও ব্যর্থ হন।

৪৪ বলে ২৬ রান করে জয়াবিক্রমার বলে বোল্ড আউট হয়ে দলের চাপ আরও বাড়িয়ে দেন শান্ত। এরপর দুই অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল ও মুশফিক চেষ্টা করেও নিজেদের পার্টনারশিপকে বড় করতে পারেনি। ব্যক্তিগত ৩২ রানে বাজে শট খেলে সাজঘরে ফিরেন অধিনায়ক। লিটন দাসকে নিয়ে লড়ে যাচ্ছেন মুশফিক। 

মুশফিকুর রহিম ২০ ও লিটন দাস ২ রানে অপরাজিত আছেন।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম, ক্যারিয়ারে অষ্টম...

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম, ক্যারিয়ারে অষ্টম...

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, রান পাহাড়ের নিচে বাংলাদেশ

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, রান পাহাড়ের নিচে বাংলাদেশ

হাসান আলীর ৯ উইকেট, জিম্বাবুয়ের ইনিংস ব্যবধারে হার

হাসান আলীর ৯ উইকেট, জিম্বাবুয়ের ইনিংস ব্যবধারে হার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল কায়েস

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল কায়েস