টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে থাকবে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ এএম, ২১ মে ২০২১
টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে থাকবে দর্শক

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছে না দর্শকরা। তবে সম্প্রতি কিছু কিছু দেশ সীমিত সংখ্যক দর্শক মাঠে প্রবেশের সুযোগ দিচ্ছে। এবার নিউজিল্যান্ড বনাম ভারতের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে সীমিত সংখ্যক দর্শক মাঠে থাকার অনুমতি দিয়েছে আয়োজকরা। 

চলতি বছরের ২৮ জুন টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিতব্য ফাইনালে চার হাজার দর্শক মাঠে প্রবেশের সুযোগ থাকছে। 

তবে, আইসিসির স্পন্সর, স্টক হোল্ডার ও বিসিসিআইয়ের আমন্ত্রিত সদস্যদের জন্য বরাদ্দ থাকবে ৫০ শতাংশ টিকেট। ফলে ২ হাজার সাধারণ দর্শক মাঠে বসে উপভোগ করতে পারবে ফাইনাল ম্যাচে। 

এদিকে, দর্শক প্রবেশের অনুমতি মিললেও আপাতত ভিনদেশি কোন দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 

উত্তেজনাপূর্ণ এই ফাইনাল নিয়ে দারুণ আগ্রহী নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনও। দুই দলের এই লড়াই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করেন তিনি। 

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভারতের বিপক্ষে  খেলা আসলেই চ্যালেঞ্জিং। তাদের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। ফাইনাল খেলতে পারা দারুণ ব্যাপার। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং : উইলিয়ামসন

ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং : উইলিয়ামসন

তামিম-রিয়াদের নেতৃত্বে প্রস্তুতি সারবে বাংলাদেশ

তামিম-রিয়াদের নেতৃত্বে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ব্যাটে বলে সাকিবের কঠোর পরিশ্রম

ব্যাটে বলে সাকিবের কঠোর পরিশ্রম

সিপিএলে নতুন দায়িত্বে স্যামি

সিপিএলে নতুন দায়িত্বে স্যামি