৪শ’ উইকেট শিকারে সপ্তম স্পিনার লায়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
৪শ’ উইকেট শিকারে সপ্তম স্পিনার লায়ন

দীর্ঘ ১১ মাস অপেক্ষার পর ৪০০ উইকেটের দেখা পেলেন অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়ন। ব্রিসবেন টেস্টে ডেভিড মালানকে আউট করে এ কীর্তি গড়েন তিনি। অস্ট্রেলিয়ার তৃতীয় এবং বিশ্বের সপ্তম স্পিনার হিসেবে এ রেকর্ড গড়েন তিনি।

৩৯৯ উইকেট নিয়ে ব্রিসবেন টেস্ট শুরু করেন অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়ন। তবে প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকায় ৪শ’ উইকেট শিকারীর ক্লাবে নাম লেখানো হয়নি। তবে দ্বিতীয় ইনিংসে সুযোগ হাত ছাড়া করেননি তিনি। নাম লিখিয়েছেন ৪০০ উইকেট শিকারীর ক্লাবে।

ব্রিসবেনে প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। ব্রিসবেন টেস্ট শেষে লায়নের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩-এ।

চলতি বছরের জানুয়ারিতে ক্যারিয়ারের ৩৯৯তম উইকেট শিকার করেন লায়ন। ভারতের বিপক্ষে এই ব্রিসবেনেই শেষ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার এ মাঠেই ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এর আগে মাত্র দুইজন ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। ৭০৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারী শেন ওয়ার্ন। ৫৬৩ উইকেট শিকার করে এ তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন গ্লেন ম্যাকগ্রা। আর তিন নম্বরে গ্রান্ডসম্যান থেকে ক্রিকেটার বনে যাওয়া নাথান লায়ন (৪০৩)।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্পিনার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেও বিশ্বের সপ্তম স্পিনার হিসেবে এ কীর্তি গড়েছেন নাথান লায়ন। তার আগে স্পিনার হিসেবে এ মাইলফলক গড়েছেন শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, অনিল কুম্বলে, রঙ্গনা হেরাথ, রবিচন্দন অশ্বিন এবং হরভজন সিং।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১৭তম হলেও বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে আছেন নাথান লায়ন। তার উপরে অবস্থান করছেন জেমস অ্যান্ডারসন (৬৩২), স্টুয়ার্ট ব্রড (৫২৪), রবিচন্দন অশ্বিন (৪২৭)। ভারতীয় স্পিনার হরভজন সিং (৪১৭)  আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানালেও ২০১৫ সালের পর কোনো টেস্ট ম্যাচ খেলেননি। এমনকি জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনাও নেই তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টোকসের পর এবার ইনজুরিতে ওয়ার্নার

স্টোকসের পর এবার ইনজুরিতে ওয়ার্নার

অ্যাশেজের পঞ্চম টেস্ট হবে গোলাপি বলে

অ্যাশেজের পঞ্চম টেস্ট হবে গোলাপি বলে

অ্যাশেজের পঞ্চম টেস্টের নতুন ভেন্যু হোবার্ট

অ্যাশেজের পঞ্চম টেস্টের নতুন ভেন্যু হোবার্ট

স্টোকসের টানা চার নো বল, এড়িয়ে গেলেন আম্পায়ার 

স্টোকসের টানা চার নো বল, এড়িয়ে গেলেন আম্পায়ার