মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৩ জুন ২০২২
মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

সিরিজের প্রথম টেস্টে ব্যাটারদের হতাশাজনক পারফর্মেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তবে ব্যাটাররা না পারলেও বোলাররা ভুগিয়েছেন স্বাগতিকদের ব্যাটারদের। দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন খালেদ-ইবাদত-মিরাজরা। দ্বিতীয় টেস্টের আগে তাই টাইগারেদের বোলিং আক্রমণ নিয়ে সর্তক করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স।

অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসের ব্যাটারদের অসহায় আত্মসমর্পনে সোয়া তিন দিনেই হারতে হয়েছে টাইগারদের। ম্যাচের ওইটুকু সময়ে যেটুকু লড়াই হয়েছে সেটাও বোলারদের কল্যাণেই।

বেশ বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না স্বাগতিকদের প্রধান নির্বাচক ও সাবেক বিখ্যাত ক্রিকেটার হেইন্স। বরং সাকিবের দলের বোলিং আক্রমণ নিয়ে প্রশংসা ঝড়লো তার মুখে। নিজ দেশের ক্রিকেটারদের সতর্ক করতে চাইলেন খালেদ-এবাদতদের নিয়ে।

হেইন্স বলেন, “বাংলাদেশকে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই। তারা দুর্দান্ত বোলিং করেছে। তাদের বোলিংটা বেশ শৃঙ্খলাপূর্ণ। অ্যান্টিগায় আমাদের জয়টা ছিল দারুণ। বেশ আত্মবিশ্বাস নিয়েই আমরা সেন্ট লুসিয়ায় যাচ্ছি।”

পুরোনো চোটে সাইফউদ্দিন, ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না

দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে সর্বোচ্চ দিয়েই খেলতে হবে বলে মনে করেন হেইন্স। বলেন, “আমাদের (ওয়েস্ট ইন্ডিজ) সেন্ট লুসিয়ায় সর্বোচ্চটা দিয়েই যে জিততে হবে, সেটা আমরা জানি। তবে আমাদের দলও শৃঙ্খলাপূর্ণ। এ দলের খেলোয়াড়েরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে খেলেছে।’’

বাংলাদেশের বিপক্ষে সেন্ট লুসিয়াতেও একই ধরণের উইকেট তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দলে নেই কোনো পরিবর্তন, একাদশেও তাই নতুন মুখ দেখার সম্ভাবনা কম।

sportsmail24

অন্যদিকে বাংলাদেশ দলে ইতিমধ্যে দু’টি পরিবর্তন হয়েছে। ইয়াসির রাব্বির ইনজুরিতে প্রথম টেস্ট চলাকালীনই এনামুল বিজয় যোগ দিয়েছিলেন দল। দিন দুয়েক আগে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে উড়িয়ে নেওয়া যাওয়া হয়েছে।

দুজনেরই শুক্রবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে বাংলাদেশ একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচের একাদশ থেকে মুমিনুল হক অথবা নাজমুল হোসাইন শান্ত বাদ পড়তে পারেন। এছাড়া পেসার মোস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দিতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজে সুযোগ পেলে কাজে লাগাতে মরিয়া বিজয়

উইন্ডিজে সুযোগ পেলে কাজে লাগাতে মরিয়া বিজয়

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

ইনজুরির ভয়ে দমে যেতে চান না তাসকিন

ইনজুরির ভয়ে দমে যেতে চান না তাসকিন

টেকনিক্যালি সমস্যা নিয়ে সাকিবের সাথে একমত দুর্জয়

টেকনিক্যালি সমস্যা নিয়ে সাকিবের সাথে একমত দুর্জয়