নিরাপত্তার শঙ্কায় শেষ মুহূর্তে বাতিল প্যারাট্রুপার শো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০১৯
নিরাপত্তার শঙ্কায় শেষ মুহূর্তে বাতিল প্যারাট্রুপার শো

বৃহস্পতিবার মহড়া অনুষ্ঠিত হয়

কলকাতার ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্টে আকাশ থেকে নেমে এসে প্যারাট্রুপাররা ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে গোলাপী বল তুলে দেবেন। বৃহস্পতিবার পর্যন্ত এমন আয়োজনের কথা বলা হচ্ছিল। তবে খেলা শুরু হওয়া ২৪ ঘণ্টা আগে তা বাতিল করা হয়েছে।

নিরাপত্তার কারণে প্যারাট্রুপার শো বাতিল করা হয়েছে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) পক্ষ থেকে জানানো হয়েছে।

বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যস্ততার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এছাড়া নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছে প্যারাট্রুপারদের শো।

সিএবির এক কর্তা জানান, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাদের সামনে হেলিকপ্টার শো আয়োজন করার ঝুঁকি নিতে চায় না সিএবি। ফলে নিরাপত্তার কারণে তা (প্যারাট্রুপারদের শো) বাতিল করা হয়েছে।’

এদিকে হেলিকপ্টার শো বাতিল হলেও বাকি সব অনুষ্ঠান ঠিক থাকছে। গোলাপী বলে ভারত ও বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টে শুক্রবার প্রথম দিনের খেলা শেষে গান পরিবেশন করবেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

রুনা লায়লার গানের সঙ্গে ২৫০ জন শিল্পী নৃত্য পরিবেশন করবেন। এর পর শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষে গান গাইবেন জিৎ গঙ্গোপাধ্যায়।


শেয়ার করুন :


আরও পড়ুন

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

ইডেনের দিবা-রাত্রির টেস্ট বড় পরীক্ষা : সৌরভ গাঙ্গুলি

ইডেনের দিবা-রাত্রির টেস্ট বড় পরীক্ষা : সৌরভ গাঙ্গুলি

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব