তামিমকে পেয়ে খুশি ফরচুন বরিশাল, দেবেন নেতৃত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৩ নভেম্বর ২০২০
তামিমকে পেয়ে খুশি ফরচুন বরিশাল, দেবেন নেতৃত্ব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলনেতা নির্বাচন করেছে ফরচুন বরিশাল। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফটে প্রথম সুযোগেই তামিম ইকবালকে দলে ভেরায় ফরচুন বরিশাল।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়নি তামিম ইকবালের। কারণ, কোভিড-১৯ মাহামারিতে বিশ্বব্যাপী স্থবির হয়ে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট।

সর্বশেষ বিসিবি প্রেসিডেন্ট’স কাপে তামিম একাদশের নেতৃত্ব দিয়েছিলেন টাইগার ওপেনার। তিন দলের ওই আসরে তার দলের অবস্থান ছিল তলানীতে। আসন্ন টি-টোয়েন্টি কাপে তারুণ্য নির্ভর দলের নেতৃত্ব দিবেন তামিম। যে দলটিতে রয়েছে উদীয়মান তারকা আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।
sportsmail24মিজানুর রহমান; চেয়ারম্যান, ফরচুন বরিশাল 

তামিম ইকবালকে দলে পেয়ে খুশি ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমাদের প্রথম টার্গেট তামিম ইকবাল। তাকে দলে পেয়ে আমরা অত্যান্ত খুশি। পুরো দলটা হচ্ছে তারুণ্য নির্ভর এবং ব্যাটসম্যান নির্ভর দল করতে পেরেছি আমরা।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘আশা করি আমরা ফাইনালে যাব, সিম্পল। কারণ, আমরা প্লেয়ারদে স্বাধীনতা দেব, প্লেয়ারদের বুস্টআপ করবো। তাদের স্বাধারণ খেলা যেন তারা খেলতে পারে, আমরা পেসার ক্রিয়েট করবো না। সেটাই হবে আমাদের লক্ষ্য।’

ফরচুন বরিশাল
তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অংকন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজকে জৈব-সুরক্ষার পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি

ওয়েস্ট ইন্ডিজকে জৈব-সুরক্ষার পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি