সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাট হাতে একাই লড়াই করেছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। তবে ১৬৯ রানের বিপরীতে সাইফের একক লড়াইয়ে পেরে ওঠেনি বাংলাদেশ। বাকিদের যাওয়া-আসার মিছিলে ৪১ রানে হেরে গেছে টাইগাররা।
এ জয়ে এশিয়া কাপের চলমান আসরে ফাইনালে পা রাখলো ভারত। তবে হেরে গেলেও বাংলাদেশের সামনে এখনো ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। দুই দলের পয়েন্ট সমান থাকায় সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার জয়ী দল ফাইনাল খেলবে।
ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৬৯ রান। ৫১ বলে তার এ ইনিংসে তিনটি চারের সাথে ৫টি ছক্কার মার ছিল।
সাইফ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। এছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটের ঘরে। ভারতের বোলিংয়ে বিপক্ষে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় যায় বাংলাদেশ।
এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করেছে টিম ইন্ডিয়া। ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক শর্মা। অভিষেক ছাড়া শুভমান গিল ২৯ এবং হার্ডিক পান্ডিয়া ৩৯ রানে লড়াকু পুুঁজি পায় ভারত।
বাংলাদেশের পক্ষে বল হাতে রিশাদ ২টি, তানজিম-মোস্তাফিজ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন। এ ম্যাচে ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ১৫০তম শিকার পূর্ণ করেন মোস্তাফিজ। এতে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন ফিজ।