ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে চার পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে চার পরিবর্তন

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে লিটন দাস খেলতে না পারায় ম্যাচটিতে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে লিটন না থাকায় একটি পরিবর্তন বাধ্যতামূলকই ছিল। তবে বাংলাদেশ এনছে চারটি পরিবর্তন।

লিটন ছাড়াও বাদ পড়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসান। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে, লিটনের পরিবর্তে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক।

বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন আনা হলেও ভারতের একাদশে কোন পরিবর্তন আনা হয়নি। সর্বশেষ খেলা পাকিস্তানের বিপক্ষের একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অ), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ
অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলাদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি।



শেয়ার করুন :