ভুটানকেও বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৯
ভুটানকেও বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

এসএ গেমসের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারানোর পর নিজের দ্বিতীয় ম্যাচে ভুটানকেও বড় ব্যবধানে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। ভুটানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৬৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ভুটান। জবাবে সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে মাত্র ৬.৫ ওভারেই ৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভুটানের দুর্বল বোলিংয়ের বিপক্ষে ফিফটি করেছেন একবার জীবন পাওয়া সৌম্য সরকার। ৫ চার ও ৩ ছয়ের মারে ২৮ বলে ৫০ রান করেন তিনি। আরেক ওপেনার নাঈম শেখ ১৩ বলে ১৬ রান করেন। এর মধ্যে একটি ছয়ের সার রয়েছে।

এর আগে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে মাত্র ৬৯ রান করে ভুটান। ৭ উইকেট হারিয়ে এর রান সংগ্রহ করেন তারা।বাংলাদেশের রোলারদের বিপক্ষে তেনজিন ওয়াংচুক ১৫, জিগমে দর্জি ১২ ও জিগমে সিংগে ১৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন মানিক খান। এছাড়া ১টি করে উইকেট নেন সৌম্য সরকার, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহেদি হাসান রানা ও তানভীর ইসলাম।


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌম্য-তানভীরের নৈপুণ্যে বাংলাদেশের বড় জয়

সৌম্য-তানভীরের নৈপুণ্যে বাংলাদেশের বড় জয়

নেপালকে গুঁড়িয়ে দিয়ে বাংলার মেয়েদের দুর্দান্ত জয়

নেপালকে গুঁড়িয়ে দিয়ে বাংলার মেয়েদের দুর্দান্ত জয়

নিগার-ফারজানার দ্বিশতকে ২৫৫, মালদ্বীপ অলআউট ৬ রানে

নিগার-ফারজানার দ্বিশতকে ২৫৫, মালদ্বীপ অলআউট ৬ রানে

আইপিএল নিলামে বাংলাদেশের ছয়জন, নেই সাকিব

আইপিএল নিলামে বাংলাদেশের ছয়জন, নেই সাকিব