করোনা পজিটিভি, পিছিয়ে দিয়েও রক্ষা হলো না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০১ এএম, ২৫ আগস্ট ২০২০
করোনা পজিটিভি, পিছিয়ে দিয়েও রক্ষা হলো না

ফারো আইসল্যান্ডের দল কেআই ক্লাকসিভিকের বিপক্ষে স্লোভানিয়ান ক্লাব স্লোভান ব্রাতিস্লাভার চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে। স্লোভাকিয়ান ক্লাবটির একজন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভি হওয়া ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচটি পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী ১৯ আগস্ট (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ব্রাতিস্লাভার একজন কর্মকর্তা পজিটিভ হওয়ায় ম্যাচটি পিছিয়ে ২১ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পুরো দলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়।

তবে শেষ রক্ষা হলো না। দ্বিতীয় ধাপের পরীক্ষায় একজন খেলোয়াড়সহ আরও দু’জনের শরীরে করোনা পজিটিভি আসায় ম্যাচটি বাতিল করা হয়েছে। উয়েফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এখন অতিরিক্ত খেলোয়াড়ের তালিকা থেকে ব্রাতিস্লাভাকে দিতে হবে, যাদের টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

চলতি মাসের শুরুতে কোসোভান দল কেএফ ড্রিয়াটের বিপক্ষে নর্দার আইরিশ ক্লাব লিনফিল্ডের চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটিও দু’জন খেলোয়াড়ের করোনা শনাক্ত হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বপ্ন ভঙ পিএসজির, ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন

স্বপ্ন ভঙ পিএসজির, ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের বাছাই চূড়ান্ত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের বাছাই চূড়ান্ত

সিরি-এ লিগের আট ফুটবলারের শরীরে করোনা

সিরি-এ লিগের আট ফুটবলারের শরীরে করোনা