লা লিগায় পয়েন্ট হারালো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৬ অক্টোবর ২০২০
লা লিগায় পয়েন্ট হারালো বার্সেলোনা

সেভিয়ার সাথে পারলো না বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রোববার শুরুতেই পিছিয়ে পরে সমতায় ফিরলেও জয় তুলে নিতে পারেনি মেসিরা। ১-১ গোলে ড্র করে লা লিগায় প্রথম পয়েন্ট নষ্ট করলো বার্সেলোনা।

লুক ডি জংয়ের গোলে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। তবে দুই মিনিট পর ম্যাচের সমতা ফেরায় ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো। এরপর পুরো ম্যাচে আর কোন গোলের দেখা পায়নি দুই দল।

লা লিগার এ ম্যাচে বার্সার তুলনায় সবদিক থেকেই এগিয়ে ছিল সফরকারী সেভিয়া। বার্সেলোনায় চেয়ে সেভিয়া বেশি শ্যুট করেছে। বার্সেলোনা ১২টি এবং সেভিয়া ১৩টি। তবে গোল মুখের শ্যুটে এগিয়ে ছিল বার্সেলোনা ৫টি। যেখানে সেভিয়া মাত্র একটি।

এদিকে ড্রয়ে ম্যাচ শেষ করায় বার্সার কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের নিঁখুত শুরুর পথেও বাঁধা পড়লো। যদিও কোম্যান এখনই এসব বিষয় নিয়ে ভাবতে রাজি নন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচের তুলনায় আমরা আজ কিছুটা পরিশ্রান্ত ছিলাম। কিন্তু এই বিষয়টিও আসলে প্রতিপক্ষের ওপর নির্ভর করে। তারা দারুণভাবে নিজেদের রক্ষা করেছে।’

লা লিগায় এখন পর্যন্ত ৩ ম্যাচে এক ড্র এবং দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ ও জয়-পরাজয় নিয়ে বার্সেলোনারে পরেই অবস্থানেই রয়েছে সেভিয়া।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কির চার গোলে জয়ে ফিরলো বায়ার্ন

লেভানডোভস্কির চার গোলে জয়ে ফিরলো বায়ার্ন

একই দিনে বিধ্বস্ত লিভারপুল-ইউনাইটেড, ইতিহাসে প্রথম

একই দিনে বিধ্বস্ত লিভারপুল-ইউনাইটেড, ইতিহাসে প্রথম

২৮ দিনের জন্য ঝুলে গেল তাবিথ-মহিউদ্দিনের ভাগ্য

২৮ দিনের জন্য ঝুলে গেল তাবিথ-মহিউদ্দিনের ভাগ্য

জুভেন্টাস সফরের আগে নাপোলি শিবিরে করোনার হানা

জুভেন্টাস সফরের আগে নাপোলি শিবিরে করোনার হানা