লেভানডোভস্কির চার গোলে জয়ে ফিরলো বায়ার্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ এএম, ০৬ অক্টোবর ২০২০
লেভানডোভস্কির চার গোলে জয়ে ফিরলো বায়ার্ন

বুন্দেসলিগায় উত্তেজনাকর ম্যাচে হার্থা বার্লিনকে ৪-৩ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ইউরোপীয়ান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি একাই চার গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান ২-০’তে নিয়ে যান শুক্রবার ইউরোপীয়ান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। এরপর হার্থা ৫৯ ও ৭১ মিনিটে দুই গোল পরিশোধ করে ম্যাচটিকে জমিয়ে তোলে।

খেলার শেষ দিকে ৮৫ ও ৮৮ মিনিটে আবারও দুই দল দুটি গোল করলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-৩। ইনজুরি টাইমের পেনাল্টিতে গোল করে বায়ার্নকে পয়েন্ট হারাতে দেননি লিও। এ জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ওঠে এসেছে বায়ার্ন।
sportsmail24
পয়েন্ট টেবিলের উপরের দিকে ওঠা ছাড়াও একই সাথে গত রোববার হফেনহেইমের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ে ২৩ ম্যাচে জয়ের রেকর্ড থেকে বেরিয়ে আসা বায়ার্ন আবারও জয়ের ধারায় ফিরলো।

যদিও ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে হার্থার শক্ত প্রতিরোধের মুখে আরও একবার বেশ বিচলিত মনে হয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের। বুধবার জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বায়ার্নের কাছ থেকে আরও শক্তিশালী পারফরমেন্স আশা করা হয়েছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

একই দিনে বিধ্বস্ত লিভারপুল-ইউনাইটেড, ইতিহাসে প্রথম

একই দিনে বিধ্বস্ত লিভারপুল-ইউনাইটেড, ইতিহাসে প্রথম

আইপিএলে ফিক্সিং প্রস্তাব, তদন্তে বিসিসিআই

আইপিএলে ফিক্সিং প্রস্তাব, তদন্তে বিসিসিআই

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে লুইন-সাকা-বার্নেস

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে লুইন-সাকা-বার্নেস

২৮ দিনের জন্য ঝুলে গেল তাবিথ-মহিউদ্দিনের ভাগ্য

২৮ দিনের জন্য ঝুলে গেল তাবিথ-মহিউদ্দিনের ভাগ্য