বার্সেলোনার টার্গেটে পল পগবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ এএম, ১৫ অক্টোবর ২০২০
বার্সেলোনার টার্গেটে পল পগবা

২০২১ সালের দল বদলের বাজারে দুই তারকা খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা ও বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ডেভিড আলাবাকে দলে ভেড়ানোর লক্ষ্য স্থির করেছে বার্সেলোনা। এ দু’জনের উপর শ্যোন দৃষ্টি রেখেছে কাতালান জায়ান্টরা।

স্পেনের জনপ্রিয় দৈনিক স্পোর্টস পত্রিকা মুন্ডো দেপার্তিভোর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, ২০২১ সালে এ দুই তারকা ফুটবলারের সঙ্গে বার্সেলোনা চুক্তি সম্পাদিত করতে পারে।

তবে ট্রান্সফার মার্কেটের তথ্যানুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। সুতরাং, এ মৌসুম শেষেই তার কাতালান ক্লাবে যোগ দেওয়ার কোন নিশ্চয়তা নেই।

গোটা ক্যারিয়ার জুড়ে পগবা বিশ্বমানের খেলোয়াড় হিসেবে নিজেকে উপস্থাপন করলেও ওল্ড ট্রাফোর্ডে তার সময় খুব একটা ভালো যাচ্ছে না। স্প্যানিশ ফুটবলের ধীর স্থির গতি এবং এর সঙ্গে মানানসই বার্সা ফুটবলের স্টাইলের সঙ্গে ২৭ বছর বয়সি পগবার রসায়নটা হয়তো বেশ ভালোই জমবে।

এদিকে বার্সার রাডারে আলাবার নামটিও বেশ জোড়ালোভাবে শোনা যাচ্ছে। বায়ার্নে বেশ রোমঞ্চকর ক্যারিয়ার উপভোগ করছেন অস্ট্রিয়ান এ ফুটবলার। বিভিন্ন পজিশনে খেলেও নিজের সেরা মানের দক্ষতা দারুণভাবে প্রদর্শন করতে সক্ষম হয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের হ্যাটট্রিক গোলে পেরুকে হারলো ব্রাজিল

নেইমারের হ্যাটট্রিক গোলে পেরুকে হারলো ব্রাজিল

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

সুমাইয়ার জন্ম জাপানে, স্বপ্ন বাংলাদেশের নারী ফুটবলে

মেজর লিগ সকারের করোনার হানা, তিন ম্যাচ বাতিল

মেজর লিগ সকারের করোনার হানা, তিন ম্যাচ বাতিল

১৫ বছর পর আর্জেন্টিনার বলিভিয়া জয়

১৫ বছর পর আর্জেন্টিনার বলিভিয়া জয়