বরুশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ম্যান সিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ১৬ এপ্রিল ২০২১
বরুশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ম্যান সিটি

অবশেষে ব্যর্থতাকে দূরে ঠেলে কোয়ার্টার ফাইনালের বাধা টপকালো ম্যানচেস্টার সিটি। বুধবার (১৪ এপ্রিল) রাতে বরুশিয়ার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছি তারা। দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পা রেখেছে ম্যানসিটি। 

ম্যান সিটিকে পিছনে ফেলে সেমিফাইনালে উঠার দারুণ সুযোগ ছিল বরুশিয়া ডর্টমুন্ডের সামনে। এ্যাওয়ে ম্যাচে গোল পাওয়ায় ঘরের মাঠে ১-০ গোলে জয় পেলেই সেমিফাইনালে উঠত তারা। সেই সম্ভাবনা আরও বেড়ে যায় বেলিংহ্যামের গোলে যখন ডর্টমুন্ড এগিয়ে যায়। ম্যাচের ১৫ মিনিটে বেলিংহ্যামের গোলে লিড পায় তারা। 

তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরার রিয়াদ মাহরেজ। এরপর আবারও বরুশিয়ার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। উল্টো ম্যাচের ৭৫ মিনিটে ফিল ফোডেন আবারও গোল করলে ২-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা। 

সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে পেপ গার্দিওয়ালার  শিষ্যরা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলকে ঠেকিয়ে সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ

লিভারপুলকে ঠেকিয়ে সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ

যদিও হেরেছি, তবুও খুশি : নেইমার

যদিও হেরেছি, তবুও খুশি : নেইমার

ষষ্ঠবারের মতো রিয়ালের সভাপতি হলেন পেরেজ

ষষ্ঠবারের মতো রিয়ালের সভাপতি হলেন পেরেজ

করোনাভাইরাসে আক্রান্ত রামোস

করোনাভাইরাসে আক্রান্ত রামোস