সানচেজের গোলে আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ পিএম, ০৪ জুন ২০২১
সানচেজের গোলে আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

লিওনেল মেসির পেনাল্টিতে এগিয়ে ছিল আর্জেন্টিনা, তবে সে লিড ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিট পর অ্যালেক্সিস সানচেজের গোলে সমতায় ফেরে চিলি। ফলাফল ১-১ সমতায় ম্যাচ ড্র।

ডিয়েগো ম্যারাডোনা পরপারে চলে যাবার প্রথমবারের মত মাঠে নেমেছিল আর্জেন্টিনা। স্টেডিয়ামের সামনে কিংবদন্তির ভাস্কর্য উন্মোচন করে এবং জার্সিতে ম্যারাডোনার ছবি লাগিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

ম্যাচের আগের দিন লিওনেল স্কালোনির ঘোষিত একাদশ নিয়েই মাঠে নামে আর্জেন্টিনা। প্রথমদিকে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল চিলি। আর্জেন্টিনার মিডফিল্ডের ভুলে এ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চিলি। এরপর স্বভাবসুলভ ভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আলবিসেলেস্তারা।

ম্যাচের ২১ মিনিটের সময় ডি বক্সে লাউতারো মার্টিনেজকে ফাউল করে বসে চিলির ডিফেন্ডার। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লিওনেল মেসি।

আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের ধার বাড়ায় চিলি। আক্রমণের ফলাফল হিসেবে ৩৬ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে সমতায় ফেরে চিলি। আরানগুয়েজের নেওয়া ফ্রি কিক থেকে ফাঁকা জায়গায় বল পেয়ে জালে বল জালে জড়াতে ভুল করেননি সানচেজ। গোল নিয়ে সন্দেহ হলে ভিএআরের সাহায্য নেন রেফারি। শেষ পর্যন্ত গোল বলবৎ থাকে।

প্রথমার্ধের শেষ সময়ে চিলিয়ান গোলরক্ষক ক্লাদিও ব্রাভো মেসির ফ্রি-কিক আটকে দিলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে তাও কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ চলতে থাকলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি কোনো দল। ৮০ মিনিটের মেসির ফ্রি-কিক বারে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়া হয়ে উঠেনি আলবিসেলেস্তাদের। চিলিয়ান গোলরক্ষকের বিশস্ত হাতকে পরাজিত করতে না পারার কারণে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্জেন্টিনা। চলতি মাসের ৯ তারিখ প্রতিপক্ষের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছরের চুক্তিতে ইন্টারের দায়িত্বে ইনজাঘি

দুই বছরের চুক্তিতে ইন্টারের দায়িত্বে ইনজাঘি

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

ম্যাচের আগেই আর্জেন্টিনার একাদশ প্রকাশ

ম্যাচের আগেই আর্জেন্টিনার একাদশ প্রকাশ

অভিষেক ম্যাচে ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন কনওয়ে

অভিষেক ম্যাচে ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন কনওয়ে